সাবধান: মেনে চলুন এই নিয়মগুলি, হ্যাকারদের হাত থেকে রক্ষা পেতে বিশেষ সতর্কতা CERT-র
Warning: Follow these rules, CERT-In has issued a high security warning for all types of Microsoft users,

The Truth Of Bengal: প্রযুক্তি যেমন এগোচ্ছে, হ্যাকারদের দাপটও বাড়ছে। সোশ্যাল সাইটে মাঝেমধ্যেই অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটে। সে ফেসবুক হোক, এক্স হ্যান্ডেল হোক বা instagram। সব সময় ভয়ে ভয়ে থাকতে হয় সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের। আর সাইবার ক্রাইম চক্র সক্রিয় রয়েছে ফাঁদে ফেলার জন্য। সাইবার চক্র ফাঁদ পেতে একপ্রকার বসে রয়েছে। একটু অসাবধান হলে বড় বিপদ অপেক্ষা করছে।
NERT বা ভারতীয় কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম এই নিয়ে আশঙ্কার কথা শুনিয়েছে। সেই সঙ্গে সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের জন্য কিছু সাবধান বানিয়ে দিয়েছে। বিশেষ কিছু নিয়ম নিয়মিত মেনে চলার পরামর্শ দিয়েছে এই সংস্থা। তা যদি মেনে চলা হয় সে ক্ষেত্রে হ্যাকারদের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব। সম্ভব সাইবার ক্রাইম চক্রের হাত থেকে বাঁচার।
NERT বা ভারতীয় কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম কী বলছে?
Microsoft Windows, Microsoft Office, Microsoft Dynamics, Microsoft developer tools, Microsoft Azure, Microsoft app গুলিতে হ্যাকাররা হাত বসাতে পারে। এগুলি ব্যবহারকারীরা অসাবধান হলে বিপদে পড়তে পারেন। এই অ্যাপগুলির অনেক ফাঁকফোঁকর রয়েছে জানিয়েছে এই সংস্থা। আর তাই নিরাপত্তার উপর জোর দেওয়ার কথা বলেছে।
নিয়মিত সফটওয়্যার আপডেট করার কথা বলা হয়েছে। বলা হয়েছে সমস্ত সফটওয়্যার নিয়মিত আপডেট করা প্রয়োজন। নিরাপত্তার জন্য এটা বিশেষ জরুরী। পাসওয়ার্ড শক্তিশালী রাখার পরামর্শ দেয়া হয়েছে। সম্ভব অনুযায়ী 2FA শক্তিশালী করা পরামর্শ দেওয়া হয়েছে। কোন ইমেইল এলে তার লিংক গুলির উপর সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে এই সংস্থা। সন্দেহজনক লিংক থেকে সতর্ক থাকার কথা বলা হয়েছে। অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করার কথা বলা হচ্ছে। পরামর্শ দেয়া হচ্ছে গুরুত্বপূর্ণ ডেটা ব্যাকআপ ব্যবহারের। একাউন্ট এবং সিস্টেম নিয়মিত মনিটর পরামর্শ দেওয়া হয়েছে। যেকোনো অস্বাভাবিক কার্যকলাপের জন্য নিয়মিত অ্যাকাউন্ট স্টেটমেন্ট এবং সিস্টেম লক পর্যালোচনা করার প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয়েছে। নিরাপদ নেটওয়ার্ক ডিভাইস ব্যবহারের ওপর জোর দেওয়া হয়েছে। এই পরামর্শ মেনে চললে হ্যাকারদের হাত থেকে রক্ষা পাওয়া অনেকটাই সম্ভব। পরামর্শ দিয়েছে ভারতীয় কম্পিউটার ইমারজেন্সি রেসপন্স টিম।