আনইন্সটল করার পরও ডেটা হাতাতে পারে অবাঞ্ছিত অ্যাপ, কীভাবে বুঝবেন, কী করবেন
Unwanted apps can access data even after uninstallation

Truth of bengal, মৌ বসু: আমাদের আজকালকার জীবন স্মার্টফোনশোভিত। ফোন আর শুরু কল বা এসএমএসের মাধ্যমে যোগাযোগের মাধ্যম নয় ফোনের মাধ্যমে আমরা অফিস বা বাড়ির অনেক কাজ করে থাকি। বিশেষ করে ব্যাঙ্কে গিয়ে লাইনে না দাঁড়িয়ে সহজেই স্মার্টফোনের মাধ্যমে আর্থিক লেনদেন করা যায়। এছাড়া মোবাইল ফোনে এখন আমরা অনেক ব্যক্তিগত ছবি, ডকুমেন্ট সহ বিভিন্ন ফাইল সেভ রাখি। ফোনের মাধ্যমে বিভিন্ন কাজ করার জন্য আমরা অনেক থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করি।
ডাউনলোড করার সময় সে সব অ্যাপ ডিভাইসে সঠিকভাবে কাজ করার জন্য বিভিন্ন ধরনের অনুমতি নেয়। আর এরফলে কিছু কিছু অ্যাপ আনইন্সটল করার পরেও ফোনের ডেটা সংগ্রহ করতে পারে। সম্প্রতি কেন্দ্রীয় টেলিকম যোগাযোগ মন্ত্রকের তরফে এভাবেই সতর্ক করা হয়েছে আম জনতাকে। সাইবার বিশেষজ্ঞদের মতে, কোনো কারণে ভুল মানুষের কাছে আমাদের ব্যক্তিগত তথ্য চলে গেলে, তারা তা অসৎ উদ্দেশ্যে ব্যবহার করতে পারে।
এমনকি এরফলে আমার আপনার আর্থিক ক্ষতিও হতে পারে। তাই অ্যাপ ব্যবহারের সময় আমাদের সতর্ক থাকা উচিত। পাশাপাশি, কোনো অ্যাপকে অপ্রয়োজনীয় অনুমতি দেওয়া উচিত নয়। আর কোনো অ্যাপ স্মার্টফোন থেকে ডিলিট করার পর সেটি কোনো তথ্য কালেক্ট করতে পারছে কিনা সে বিষয় সতর্ক থাকা উচিত। কোনো মোবাইল অ্যাপ আপনার অজান্তেই আপনার ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে কিনা কীভাবে বুঝবেন প্রথমে আপনার স্মার্টফোনের ‘Settings’ অপশনে যান।
‘Google Services’ অপশনে গিয়ে ক্লিক করুন। এখন আপনি ‘Manage Your Google Account’ সেকশন দেখতে পারবেন। এখানে ‘Data & Privacy’ তে ক্লিক করুন। তারপর নীচে স্ক্রল করে ‘Third Party Apps and Services’ অপশনে আসুন। এখানে সেই সমস্ত অ্যাপের নাম দেখতে পাবেন যেগুলিকে গুগল অ্যাকাউন্টের অনুমতি দেওয়া আছে। যে অ্যাপগুলি আপনি আনইন্সটল করেছেন, সেগুলিকে এখান থেকে ডিলিট করে দিন।