প্রযুক্তি

বিনামূল্যে আধার কার্ডের তথ্য আপডেটের সময়সীমা বাড়ল

Time limit for free Aadhaar card information update extended

The Truth of Bengal,Mou basu: বিনামূল্যে আধার কার্ডের তথ্য আপডেট করার সময়সীমা আরও বাড়ানো হল। আগামী ১৪ মার্চ যে সময়সীমা শেষ হওয়ার কথা ছিল। সেটা আরও তিন মাস বাড়িয়ে দেওয়া হয়েছে। আগামী ১৪ জুন পর্যন্ত বিনামূল্যে আধার কার্ডের তথ্য আপডেট করা যাবে। মঙ্গলবার ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার (UIDAI) তরফে বলা হয়েছে, ‘লাখ-লাখ আধার কার্ডধারীদের স্বার্থে বিনামূল্যে নথি আপলোড করার মেয়াদ বাড়িয়ে ২০২৪ সালের ১৪ জুন করা হল। শুধুমাত্র মাই আধার পোর্টালে বিনামূল্যে সেই পরিষেবা মিলবে। নিজেদের আধার কার্ডের নথি আপডেট করে রাখার পরামর্শ দিচ্ছে ইউআরডিএআই।’ সশরীরে কমন সার্ভিস সেন্টারে গিয়ে যেমন আধার কার্ডের তথ্য সংশোধন করা যায়, তেমনই অনলাইনে করা যায়। অনলাইনে মাই আধার পোর্টালের (myAadhaar Portal) মাধ্যমে তথ্য আপডেট করলে কোনও টাকা লাগে না। বিনামূল্যেই সেই কাজটা করা যায়।
মাই আধার পোর্টালের মাধ্যমে কীভাবে নথি আপডেট করতে হবে?
১) মাই আধার পোর্টালে (myAadhaar Portal) যেতে হবে।
২) হোমপেজে ‘Document Update’ আছে। সেখানে ক্লিক করতে হবে।
৩) নতুন পেজ খুলে যাবে। উপরের দিকেই লেখা আছে ‘Upload documents in support of identity and address’। ‘Click to Submit’-কে ক্লিক করতে হবে।
৪) ফের একটি নতুন পেজ খুলে যাবে। আধার কার্ডের নম্বর ও ক্যাপচা দিয়ে ‘Login with OTP’-তে ক্লিক করতে হবে। আপনার নথিভুক্ত ফোন নম্বরে ওটিপি আসবে। সেই ওটিপি লিখে ‘Login’-এ ক্লিক করতে হবে।
৫) নতুন পেজ খুলে যাবে। ‘Next’ করতে হবে। ফের ‘Next’ করতে হবে উপভোক্তাদের। তারপর নিজের ঠিকানা, নাম আসবে। সেখানে মিলিয়ে নিতে হবে। ‘I verify that the above details are correct’-তে ক্লিক করতে হবে।
৬) তারপর নিজের নথি (Proof of Identity এবং Proof of Address) আপলোড করতে হবে। ক্লিক করতে হবে সাবমিটে। আধার রিকোয়েস্ট নম্বর মিলবে। সেটা রেখে দিতে হবে।

Related Articles