গরমে অত্যাধিক গরম হয়ে যাচ্ছে স্মার্টফোন? কী করবেন?
The smartphone is getting too hot in the summer? what to do

The Truth Of Bengal, Mou Basu: প্রবল গরমে সকলের ত্রাহি ত্রাহি অবস্থা। গরমের মধ্যে অনেকেরই স্মার্টফোন অত্যাধিক গরম হয়ে যাচ্ছে। এরকম পরিস্থিতি হলে কী করবেন—-
১) বাইরের অতিরিক্ত গরম আবহাওয়ার কারণেও ফোন গরম হয়ে যায়।
২) ফোন চার্জ দেওয়ার সময় ফোন ব্যবহার করলে ফোন গরম হয়ে যায়। কারণ এতে ব্যাটারির ওপর চাপ পড়ে।
৩) ফোনের ব্যাটারি খারাপ হলে বা কমজোরি হলে ফোন গরম হয়ে যায়।
৪) লো এন্ড প্রসেসর ব্যবহার করে ফোনে দীর্ঘ সময় ধরে গেম খেললে, সোশ্যাল মিডিয়া ব্যবহার করলে ফোন অতিরিক্ত গরম হয়ে যায়।
৫) একসঙ্গে অনেক অ্যাপ মোবাইলে খোলা থাকলে। ব্যাটারি পুড়তে থাকে। ফোন গরম হয়ে যায়।
কীভাবে স্মার্টফোনের অতিরিক্ত গরম হওয়া আটকাবেন
১) গরমের সময় বাইরে বেরোলে ফোন পকেটে রাখবেন না। এতে বাইরের গরম আবহাওয়া ও আপনার দেহের তাপমাত্রা বেড়ে গিয়ে ফোন গরম হতে পারে।
২) ব্যাগের মধ্যে ফোন রাখুন।
৩) কিছু সময় ফোন ব্যবহার করবেন না। ঠান্ডা হতে দিন। ফোন চার্জ দেবেন না। ফোন রিস্টার্ট করুন।
৪) সরাসরি সূর্যের আলো যাতে ফোনের ওপর না পড়ে তা খেয়াল রাখবেন।
৫) কিছু সময় ফোন এয়ারপ্লেন মোডে রাখুন।
৬) ভুলেও ফোন ফ্রিজের ভেতরে ঢোকাবেন না।
৭) ঠান্ডা জায়গায় ফোন চার্জ দিন।