প্রযুক্তি
Trending

শিশুরা বন্ধু চায় সহচার্য চায়, এবার তাদের সাথে কথা বলতে আসছে টেডিজিপিটি

TeddyGPT is coming to talk to kids

The Truth Of Bengal, Mou Basu : শিশুরা বন্ধু চায়, সহচার্য চায়। এখন বাবা, মা, দুজনেই কর্মব্যস্ত। আধুনিক পরিবারে দাদু দিদারাও এখন ব্যস্ত থাকেন। শিশুদের সঙ্গে সময় কাটানোর লোকের বড়োই অভাব। শিশুরা তাই নিজেদের পছন্দসই প্রিয় খেলনার সঙ্গেই সময় কাটায়, কথা বলে নিজের মনের ভাব প্রকাশ করে। শিশুদের কথা ভেবেই কানাডার ভ্যাঙ্কুভারের|

টয়মিন্ট নামক একটি সংস্থা এআই প্রযুক্তি বা কৃত্রিম মেধার সাহায্যে টেডিজিপিটি নামে কথা বলা টেডিবিয়ার তৈরি করেছে। বন্ধুদের মনে করে পছন্দের খেলনার সঙ্গেই নিজের হাসিকান্না, আনন্দ বেদনা, মনের কথা শেয়ার করে শিশুরা। টয়মিন্ট নামক সংস্থার দাবি, টেডিজিপিটি শিশুদের সঙ্গে কথাও বলতে পারে। এআই প্রযুক্তিতে চলা টেডিজিপিটি সামান্য টেডিবিয়ার নয়, তা আসলে ফিজিক্যাল আর ডিজিটাল জগতের মধ্যে সমন্বয় তৈরি করছে। প্রযুক্তির হাত ধরে প্রতিদিনই খেলনার জগতেরও নিত্যনতুন উদ্ভাবন ঘটছে।

বিশেষ টেডিবিয়ার টেডিজিপিটি শিশুদের কল্পনা শক্তি আর শিল্পীসত্ত্বাকে বাড়িয়ে তুলতে সাহায্য করবে। ওপেনআইয়ের সাহায্যে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ মডেল টেডিজিপিটির মধ্যে আগে থেকেই ইনস্টল করা থাকায় টেডিজিপিটির সঙ্গে কথা বলতে বলতেই বিভিন্ন ভাষা শিখে ফেলতে পারবে শিশুরা। গল্প শুনতে শুনতেই অনেক কিছু শিখে নিতে পারবে শিশুরা। তবে টেডিজিপিটির দামের বিষয় কোনো কিছু খোলসা করেনি টয়মিন্ট।

 

FREE ACCESS

Related Articles