
The Truth Of Bengal, Mou Basu : দীর্ঘদিনের জল্পনার অবসান। নতুন মডেলের বৈদ্যুতিক SUV আনল টাটা। Punch EV-নামে এই পরিবেশবান্ধব গাড়িটির দাম ভারতের বাজারে ১০.৯৯ লাখ টাকা থেকে শুরু করে ১৪.৪৯ লাখ টাকা (এক্স-শোরুম)-র মধ্যে। মোট চারটি ভ্যারিয়েন্টে অফার করা হয়েছে এটি – Smart, Adventure, Empowered ও Empowered+। টাটা জানিয়েছে, ফেব্রুয়ারি থেকেই গাড়িটির ডেলিভারি শুরু করবে। Punch EV হচ্ছে সংস্থার চতুর্থতম ব্যাটারি চালিত মডেল। এতদিন একমাত্র Tiago গাড়িটি আইসিই, সিএনজি ও ব্যাটারি বিকল্পে অফার করা হত। এবারে সেই তালিকায় নাম লেখালো Tata Punch EV-ও। নয়া মডেলের গাড়ির সামনে স্লিম এলইডি হেডলাইট, একটি ক্লোজ গ্রিল এবং নতুন ১৬ ইঞ্চি অ্যালয় ডিজাইন থাকবে।
এটিই দেশের প্রথম বৈদ্যুতিক গাড়ি, যার বনেটের নিচে রয়েছে ফ্রাঙ্ক ও ১৪ লিটার স্টোরেজ স্পেস। এর সঙ্গে ৩৬৬ লিটারের অতিরিক্ত বুট স্পেস থাকবে। Punch EV তে ২৫ কিলোওয়াট আওয়ার মিড রেঞ্জ ও ৩৫ কিলোওয়াট আওয়ার লং রেঞ্জ ব্যাটারি থাকবে। গাড়িটি সংস্থার দ্বিতীয় প্রজন্মের পিওর ইভি প্ল্যাটফর্ম Acti.EV-এর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এতে রয়েছে উচ্চ ক্ষমতার সেল। যা গাড়িটির রেঞ্জ ১০% পর্যন্ত বাড়াতে সহায়তা করবে। টাটার দাবি, Punch EV mid-range মডেলটি সম্পূর্ণ চার্জে ৩১৫ কিলোমিটার পথ দৌড়াবে। দুই ধরনের চার্জিং এর বিকল্প থাকছে গাড়িটিতে – ৭.২ কিলোওয়াট ফাস্ট হোম চার্জার এবং ৫০ কিলোওয়াট ডিসি ফাস্ট চার্জার। দ্বিতীয়টিতে ১০-৮০% চার্জ এক ঘন্টায় হয়ে যাবে বলে দাবি সংস্থার। এসইউভি মডেলটি ০-১০০ কিমি/ঘন্টার গতি ৯.৫ সেকেন্ডে তুলবে।
প্রতি ঘন্টায় গাড়িটির সর্বোচ্চ গতিবেগ ১৪০ কিলোমিটার।Punch EV-তে ভেন্টিলেটেড ফ্রন্ট রো, লেদারেট সিট, এয়ার পিউরিফায়ার, ১০.২৫ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম এবং সমান মাপের ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার এর মতো ফিচার থাকবে। এছাড়া থাকবেওয়্যারলেস চার্জিং, ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো ও অ্যাপেল কারপ্লে, ৩৬০ ডিগ্রী ক্যামেরা ও ব্লাইন্ড স্পট মনিটরিংয়ের সুবিধা। সুরক্ষার জন্য Punch EV-তে থাকবে ছয়টি এয়ার ব্যাগ, অটো হোল্ড ফাংশন সহ ইলেকট্রনিক পার্কিং ব্রেক ও ইলেকট্রিক সানরুফ। গাড়িটি ৬ রকমের রঙে ফ্রিস্টাইন হোয়াইট, ডেটোনা গ্রে, ফিয়ারলেস রেড, সিউইড গ্রীন এবং এম্পাওয়ারড অক্সাইড মিলবে।
FREE ACCESS