
The Truth of Bengal,Mou Basu: আমেরিকার ক্যালিফোর্নিয়ার বিশ্ববিদ্যালয়ের গবেষক সাইমেয়ন আডেবোলা আর তাঁর সহকারীরা তাক লাগিয়ে দিয়েছেন এক অভিনব সবজির বাগান গড়ে। যেদিকে নজর যায় চারিদিকে শুধু সবুজের সমারোহ। এই বাগানে যে কৃষক সবজি চাষ করছেন চড়া সূর্যের আলোতেও নেই তার মুখে কোনো বিরক্তি। মাথাতে নেই কৃষকদের টুপি, হাত পাও রুখাশুখা নয়।
কে এই সবজি কৃষক?কিন্তু কেন এই সবজির বাগান অভিনব? কারণ, এই বাগানে সবজি ফলাচ্ছে এক রোবট। রোবটটিকে তৈরি করেছেন সাইমেয়ন অ্যাডেবোলা আর ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের তাঁর সহকারী গবেষকরা। সবজি চাষ করা রোবটের নাম ”AlphaGarden”।সবজি চাষে কতটা দক্ষ আলফাগার্ডেন নামক রোবটটি?
শুধু মাটি তৈরি করা, বীজ বপন আর গাছে জল দেওয়াই নয়।
আরও একটি বিষয় মানুষকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে এই রোবট। চাষের কাজে প্রচুর পরিমাণে জল লাগে। অনেক সময় জল অপচয়ও হয়। এখানেই কেরামতি দেখিয়েছে আলফাগার্ডেন নামক রোবটটি। ২টি জমিতে ৮ রকমের সবজি ফলিয়েছে রোবট আলফাগার্ডেন। ৬০ দিন ধরে চাষ করেছে রোবট। ৪০% জল সঞ্চয় করেছে আলফাগার্ডেন নামক রোবটটি।