
The Truth of Bengal,Mou Basu: প্রত্যেক দিন বিজ্ঞান প্রযুক্তি ক্ষেত্রে নিত্য নতুন অগ্রগতি আমাদের তাক লাগিয়ে দিচ্ছে। চার পেয়ী রোবট ডগ বা কুকুর HOUND সম্প্রতি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলেছে। ১০০ মিটার স্প্রিন্টারে বা দৌড়ে সবচেয়ে দ্রুত দৌড়ে গিনেস রেকর্ড গড়েছে রোবট কুকুরটি। এই রোবট কুকুর তৈরি করেছে কোরিয়া অ্যাডভান্সড ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিস (কেএআইএসটি)-র ডায়নামিক রোবট কন্ট্রোল অ্যান্ড ডিজাইন ল্যাবরেটরি। রোবো ডগের ওজন ৪৫ কেজি।
দাঁড়ানো অবস্থা থেকে ১০০ মিটার দূরত্ব ১১.৮৭ সেকেন্ডে দৌড়েছে রোবট কুকুর। গড় গতি ছিল ঘণ্টায় ১৮.১২ কিলোমিটার। দ্রুত গতিতে দৌড়তে পারার লক্ষ্যেই এই রোবট কুকুরকে তৈরি করেছেন বিজ্ঞানীরা। দৌড়নো ছাড়াও এটা ঘাসের ওপর হাঁটতে পারে। অনেক দূর পর্যন্ত দীর্ঘক্ষণ হাঁটতে পারে। এমনকি উঁচু জায়গায় দেওয়াল বেয়ে বেয়ে উঠতে পারে।
রোবট ডিজাইনার ইয়াং হা শিন জানান, অপটিমাইজড মেকানিক্যাল ডিজাইন, মোটর কন্ট্রোলার ও গিয়ার কনফিউগেরাশন করে এটা সম্ভব হয়েছে। রোবো ডগ HOUND ই প্রথম রোবট নয় যে দ্রুত গতিতে দৌড়ল। এর আগে চার পাওয়ালা চিতা রোবট ২০ মিটার দৌড়ে জামাইকান স্প্রিন্টার উসেইন বোল্টের টপ স্পিড (ঘন্টায় ২৭.৭৮ মাইল)-এর রেকর্ড ভেঙে দিয়েছিল চিতা রোবট। চিতা রোবটের গতি ছিল ঘণ্টায় ২৮.৩ মাইল। ২০২২ সালে ক্যাসি নামে ২ পা-ওয়ালা একটি রোবট ২৪.৭৩ সেকেন্ডে ১০০ মিটার দৌড়ে গিনেস রেকর্ড গড়েছে।