তাপমাত্রা নামলেই রঙ যাবে বদলে, ভারতের বাজারে লঞ্চ হল Realme র স্মার্টফোন
Realme's smartphone will change color as the temperature drops, launched in the Indian market

Truth Of Bengal: ভারতের বাজারে চলে এল এমন এক অভিনব স্মার্টফোন যার রঙ তাপমাত্রা নামলেই বদলে যাবে। সম্প্রতি ভারতের বাজারে Realme 14 Pro সিরিজের Realme 14 Pro এবং Realme 14 Pro Plus দু’টি মডেল আনল Realme। স্মার্টফোনের নকশার পাশাপাশি ব্যাক প্যানেলেও নতুনত্ব আনা হয়েছে ৷ ফোনের তাপমাত্রা ১৬ ডিগ্রির নীচে নামলেই ফোনের রঙ বদলে যাবে।
এটি হল বিশ্বের প্রথম স্মার্টফোন যেটি ঠান্ডাতে রঙ পরিবর্তন করতে পারে ৷ Realme 14 Pro সিরিজের ২টি মডেলই পার্ল হোয়াইট এবং ধূসর রঙে এসেছে । ‘পার্ল হোয়াইট’ রঙের ফোনের পেছনের প্যানেলের রঙও পরিবর্তন হয়ে যাবে যদি তাপমাত্রা ১৬ ডিগ্রির নীচে নেমে যায়। ফোনে থার্মোক্রোমিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
Realme 14 Pro Plus-এর 8GB RAM এবং 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৯,৯৯৯ টাকা ৷ 8GB RAM এবং 256GB স্টোরেজ ভ্যেরিয়েন্টের দাম ৩১,৯৯৯ টাকা এবং 12GB RAM এবং 256GB স্টোরেজ ভ্যেরিয়েন্টের দাম ৩৪,৯৯৯ টাকা। Realme 14 Pro-এর 8GB RAM এবং 128GB স্টোরেজ ভ্যেরিয়েন্টের দাম ২৪,৯৯৯ টাকা এবং 8GB RAM এবং 256GB স্টোরেজ ভ্যেরিয়েন্টের দাম ২৬,৯৯৯ টাকা । Flipkart, Realme ওয়েবসাইট এবং Realme-এর রিটেল স্টোর থেকে ২৩ জানুয়ারি থেকে ফোন কেনা যাবে।
এছাড়াও, Realme 14 Pro সিরিজের ফোনে অন্ধকারেও যাতে ভালো ছবি ওঠে তার জন্য ট্রিপল ফ্ল্যাশ সিস্টেম রয়েছে । ফোনটি এক ঘণ্টা 1.5 মিটার গভীর জলে ডুবিয়ে রাখলেও কিছু হবে না ৷ এছাড়াও এই সিরিজের ফোনগুলি অন্যান্য ফোনের তুলনায় পরিবেশ বান্ধব। সুয়েড গ্রে এবং পার্ল হোয়াইট ছাড়াও, পিঙ্ক এবং পার্পল রঙে পাওয়া যাচ্ছে এই ফোন ৷ Realme 14 Pro Plus-এ 6.83-ইঞ্চি AMOLED কোয়াড-কার্ভড ডিসপ্লে রয়েছে। এছাড়াও সুরক্ষার জন্য Gorilla Glass 7i রয়েছে। এতে রয়েছে 6,000mAh ব্যাটারি । অত্যাধুিক Snapdragon 7s Gen 3 প্রসেসর রয়েছে।
Realme 14 Pro Plus-এ রয়েছে 12GB RAM এবং 256GB স্টোরেজ । এই মডেলটি Android 15 ভিত্তিক Realme UI 6.0 অপারেটিং সিস্টেমে চলবে। ফোনটিতে 50MP Sony IMX896 সেন্সর, 50MP Sony IMX882 টেলিফোটো লেন্স, একটি 8MP আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি 32MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে ৷ পাশাপাশি, Realme 14 Pro-তে রয়েছে 6.7-ইঞ্চি AMOLED কোয়াড-কার্ভড ডিসপ্লে ৷ ফোনটিতে 6,000mAh ব্যাটারি রয়েছে ৷ এতে রয়েছে মিডিয়াটেক ডিমেনশিয়া 7300 এনার্জি চিপসেটে । প্রো মডেলটি প্রো প্লাস মডেলের অপারেটিং সিস্টেমে চলবে । এই মডেলে 50MP মেইন ক্যামেরা রয়েছে, 13MP আল্ট্রা-ওয়াইড লেন্স, একটি 2MP ম্যাক্রো সেন্সর এবং 16MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে ৷