প্রযুক্তি

১৪ জিবি ভার্চুয়াল র্যাম সমেত নয়া মডেলের স্মার্টফোন আনল Realme

Realme has launched a new model smartphone with 14 GB virtual RAM

Truth Of Bengal, Mou Basu : ভারতের বাজারে আসল Realme Narzo 70 Turbo নামে নতুন এক স্মার্টফোন। নার্জো সিরিজের এই নতুন স্মার্টফোনে 120 হার্টজ অ্যামোলেড ডিসপ্লে, Dimensity 7300 Energy প্রসেসর, স্টেইনলেস স্টিল VC কুলিং সিস্টেম, ১৪ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‍্যাম, IP65 ওয়াটার রেজিট্যান্স, রেনওয়াটার স্মার্ট টাচ প্রযুক্তি সহ বিভিন্ন আকর্ষণীয় ফিচার রয়েছে। নয়া মডেলের স্মার্টফোনে ব্যাক প্যানেলে একটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেল পোট্রেট ক্যামেরা রয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য 5,000mah ব্যাটারি রয়েছে।

রিয়েলমি নার্জো 70 টার্বো 5G তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে এসেছে। ৬ জিবি + ১২৮ জিবি, ৮ জিবি + ১২৮ জিবি এবং ১২ জিবি + ২৫৬ জিবি মডেলের দাম যথাক্রমে ১৬,৯৯৯ টাকা, ১৭,৯৯৯ টাকা, ও ২০,৯৯৯ টাকা। টার্বো ইয়েলো, টার্বো, গ্রিন ও টার্বো পার্পল রঙে মিলবে। ১৬ সেপ্টেম্বর থেকে রিয়েলমির ওয়েবসাইট ও অ্যামাজনের মাধ্যমে কেনা যাবে। ফ্ল্যাট ২ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন ক্রেতারা। রিয়েলমি নার্জো 70 টার্বো 5G-তে 6.67 ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে রয়েছে।

Related Articles