প্রযুক্তি

স্বচ্ছ ডিজাইনের বৈদ্যুতিক বাইক আনছে Raptee Energy

Raptee Energy

The Truth of Bengal,Mou Basu: পরিবেশ দূষণ থেকে বাঁচতে বাইকপ্রেমীদের মধ্যে ই-বাইক বা বৈদ্যুতিক বাইক বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ক্রেতাদের কথা মাথায় রেখেই বৈদ্যুতিক বাইক নির্মাতা সংস্থা রাপ্টি এনার্জি (Raptee Energy) ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ প্যানেল দিয়ে তৈরি ই-বাইক আনছে বাজারে। রাপ্টি এনার্জি জানিয়েছে, তাদের এই বাইকটিতে হাই-ভোল্টেজ ড্রাইভট্রেন ব্যবহৃত হবে। ব্যাটারির রেঞ্জ, স্পিড, এবং চার্জিং স্পিড ঘোষণা হলেও, বাইকটির নাম ও দাম সম্পর্কিত কিছু প্রকাশ করা হয়নি।

বলা হয়েছে, আগামী এপ্রিল মাসে এই অত্যাধুনিক প্রযুক্তির ই-বাইক অফিশিয়ালি লঞ্চ হবে। প্রোটোটাইপ মডেলের উপর নির্ভর করেই এপ্রিলে আসবে নেকেড রোডস্টার ইলেকট্রিক বাইকটি। সর্বত্রই এলইডি লাইটের পাশাপাশি ফুল ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার থাকার সম্ভাবনা রয়েছে। বাইকে থাকবে স্পোর্টিং অ্যালয় হুইল এবং উপযুক্ত টায়ার। সাসপেনশনের দায়িত্ব সামলাতে সামনের দিকে ইউএসডি ফর্ক ব্যবহৃত হবে।

বাইকারদের সুরক্ষার কথা মাথায় রেখে উভয় চাকাতেই ডিস্ক ব্রেক থাকতে পারে। অত্যন্ত শক্তিশালী বৈদ্যুতিক মোটর ব্যবহার করা হবে। এর জেরে বাইকটি ঘন্টায় প্রতি সর্বোচ্চ ১৩৫ কিমি গতিবেগ তুলতে পারবে বলে দাবি করা হয়েছে। বাইকে ফাস্ট চার্জিংয়ের ব্যবস্থা করা হয়েছে। মাত্র ৪৫ মিনিটের মধ্যেই ব্যাটারি ৮০ শতাংশ পর্যন্ত চার্জ হয়ে যাবে। মাত্র ১৫ মিনিট চার্জ দিলেই ৪০ কিমি পর্যন্ত চলতে পারবে এই বাইক। প্রতি ঘন্টায় ০-৬০কিমি গতি তুলতে সময় নেবে ৩.৫ সেকেন্ড। চেন্নাইয়ে চার একর জমির উপর ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি গড়ে তুলেছে রাপ্টি।

Related Articles