দিল্লি বিমানবন্দরের বিশৃঙ্খলা নিয়ে এক্স-এ ক্ষোভ প্রকাশ ওমর আবদুল্লার
Omar Abdullah expresses anger over chaos at Delhi airport

Truth Of Bengal: দিল্লি বিমানবন্দরের ‘অব্যবস্থা’ নিয়ে সরব হলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। সম্প্রতি জম্মু থেকে দিল্লির উদ্দেশ্যে যাত্রা করছিলেন তিনি। সাধারণত এই রুটে উড়ান সময় নেয় দেড় ঘণ্টার মতো। কিন্তু সেই যাত্রা তাঁর জন্য রূপ নেয় এক দুর্বিষহ অভিজ্ঞতায়। জম্মু থেকে দিল্লিগামী বিমানে ওঠেন ওমর। আকাশে তিন ঘণ্টা ধরে চক্কর কাটার পরও দিল্লিতে নামতে পারেনি সেই বিমান। অবশেষে রাত ১টায় বিমান অবতরণ করে জয়পুরে। সেখান থেকে ফের উড়ে রাত ৩টের সময় দিল্লি পৌঁছন তিনি।
এই অভিজ্ঞতার কথা নিজেই সমাজমাধ্যমে শেয়ার করেন ওমর। এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি লেখেন, দিল্লি বিমানবন্দরে চরম বিশৃঙ্খলা চলছে । মাফ করবেন, “আমি আর ভদ্র থাকতে পারছি না। জম্মু থেকে উড়ে তিন ঘণ্টা ধরে আকাশে থাকার পর শেষমেশ জয়পুরে নামতে হল। রাত ১টায় একটু খোলা হাওয়া খেতে বিমান থেকে নেমেছিলাম। জানি না, কখন দিল্লি পৌঁছব। ওমরের এই অভিজ্ঞতা নতুন কিছু নয়।”
গত কয়েক দিন ধরেই দিল্লি বিমানবন্দরে একই সমস্যা দেখা যাচ্ছে। অনেক উড়ান বাতিল হচ্ছে, কখনও আবার গন্তব্য বদলে যেতে হচ্ছে। যাত্রীদের মধ্যে তৈরি হচ্ছে ক্ষোভ ও আতঙ্ক। বলা বাহুল্য, ওমর আবদুল্লার মতো বিশিষ্ট রাজনৈতিক নেতাও যখন এই ধরনের সমস্যার সম্মুখীন হন এবং সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করতে বাধ্য হন, তখন প্রশ্ন উঠছে দিল্লি বিমানবন্দরের বর্তমান অবস্থা নিয়ে। তবে বিমানবন্দর কর্তৃপক্ষের দাবি,আন্তর্জাতিক নিয়ম ও যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।