
Truth Of Bengal, Mou Basu : ভারতে বৈদ্যুতিক গাড়ি ব্যবহারের সংখ্যা বাড়ছে। বৈদ্যুতিক গাড়ির মূল উপাদান হল ব্যাটারি সেল। কিন্তু বিদেশ থেকে ব্যাটারি সেল আমদানি করতে হয়। কিন্তু অনেক সময়ই বিদেশ থেকে আমদানি করা ব্যাটারি সেলের গুণমান নিয়ে নানা সময় প্রশ্ন উঠেছে। তবে এবার সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ব্যাটারি সেল উৎপাদনে স্বনির্ভর হওয়ার পথে একধাপ এগোল ভারত।
দেশের বৃহত্তম ই-স্কুটার কোম্পানি Ola Electric মেড-ইন-ইন্ডিয়া “Bharat” ব্যাটারি সেল প্রকাশ্যে আনল স্বাধীনতা দিবসের দিন। এটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি একটি 4680 সেল। ওলার নতুন ব্যাটারি সেল দেড় গুণ তাড়াতাড়ি চার্জ হয় আর ১০% বেশিক্ষণ চার্জ ধরে রাখতে পারে। ২০২৫ সাল থেকেই সংস্থার দুই চাকার বৈদ্যুতিক গাড়িতে এই ব্যাটারি সেল ব্যবহার হবে বলে মনে করা হচ্ছে। ওলার বর্তমান বৈদ্যুতিক স্কুটারে ব্যবহৃত ২১৭০ সেলের তুলনায় পাঁচ গুণ বেশি এনার্জি ডেনসিটি রয়েছে নয়া ব্যাটারি সেলে।
ওলা ইলেকট্রিক দাবি করেছে, এই ব্যাটারি সেল তৈরি করতে গিয়ে তারা ৭০-এর বেশি পেটেন্ট নিয়েছে। সংস্থার সিইও ভাবিশ আগরওয়াল বলেন, “আমরা এই প্রযুক্তি আমদানি করিনি, নিজেরাই বানিয়েছি। এই ভারত ব্যাটারি সেলের পারফরম্যান্স অবাক করার মতো।”