এবার চুরি বা হারিয়ে যাওয়া ফোন বন্ধ থাকলেও খুঁজে পাবেন খুব সহজেই
Now you can easily find your stolen or lost phone even if it is turned off.

Truth Of Bengal: OnePlus 13 নামে ফ্ল্যাগশিপ ফোন ভারতের বাজারে আনল OnePlus। নজরকাড়া ফিচার্সের এই স্মার্টফোনে রয়েছে অফলাইন ডিভাইস ট্র্যাকিংয়ের ব্যবস্থা। এই সিস্টেম ফোন হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে এবং বন্ধ হয়ে থাকলেও খুঁজে পাওয়া সহজ করে তোলে।
গুগল গত বছর ফাইন্ড মাই ডিভাইস পরিষেবা আপডেট করেছে। নতুন সুবিধাগুলির মধ্যে যুক্ত হওয়া অফলাইন ট্র্যাকিং কেবলমাত্র Pixel 8 ও Pixel 9 সিরিজে উপলব্ধ। ফলে OnePlus 13 একমাত্র নন-পিক্সেল ফোন যেটি সুইচড অফ থাকলেও খুঁজে পাওয়া যাবে। চুরির পর জন্য চোরেরা সাধারণত ফোন বন্ধ করে রাখে। অফলাইন ট্র্যাকিং সাপোর্ট চলে আসার ফলে চোরেদের সেই ফন্দি আর খাটবে না।
অ্যান্ড্রয়েড অথরিটি OnePlus 13-এর একটি ছবি শেয়ার করে বার্তা দিয়েছে, ‘পাওয়ার অফ থাকলেও পাওয়ার মেনুতে আপনি ‘ফাইন্ড মাই ডিভাইস’ দিয়ে এই ফোনটি সনাক্ত করতে পারেন। এছাড়াও, ফাইন্ড মাই ডিভাইসের নেটওয়ার্ক সেটিংসের অতিরিক্ত তথ্য নিশ্চিত করে যে ওয়ানপ্লাস 13 পাওয়ার্ড অফ ফাইন্ডিং সাপোর্ট করে। ‘OnePlus 13-এ রয়েছে 6.82-ইঞ্চি ডিসপ্লে, আগের সিরিজ OnePlus 12-এর মতোই OnePlus 13 120Hz রিফ্রেশ রেট ৷ QHD+ রেজোলিউশন ডিসপ্লে দিয়েছে । OnePlus 13-এ কোয়ালকমের স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেট রয়েছে ৷ OnePlus 13 সিরিজে IP68 এবং IP69 রেটযুক্ত ৷ জলে ভিজলেও কোনও ক্ষতি হবে না। এতে বিশেষ ধরনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকায় ভিজে হাতে ফোনটি আনলক করা যায় সহজে ।