প্রযুক্তি

এবার হৃদপিণ্ডের ধুকপুকানিতে খুলবে আইফোন

Now the iPhone will open in a heartbeat

Truth Of Bengal: পাসওয়ার্ড, পিন নম্বর, টাচ আইডি বা আঙুলের স্পর্শ, ফেস আইডি বা মুখচ্ছবি, আঙুলের ছাপ, কত কিছু ভাবেই না আমরা নিজেদের সাধের স্মার্টফোন খুলে থাকি। এবার অ্যাপল নতুন বায়োমেট্রিক ফিচার নিয়ে কাজ করছে। নয়া প্রযুক্তি চালু হলে অসাধ্য সাধন হবে।

কারণ, অ্যাপলের নয়া বায়োমেট্রিক ফিচার অনুযায়ী এবার হৃদপিণ্ডের ধুকপুকানি বা হার্ট বিটের মাধ্যমেই খোলা যাবে আইফোন, আইপ্যাড ও ম্যাকবুক। ইসিজি বায়োমেট্রিক ফিচার নিয়ে কাজ করছে অ্যাপল।প্রত্যেক মানুষের আঙুলের ছাপ বা বায়োমেট্রিক সেন্সর যেমন আলাদা তেমনই প্রত্যেকের হার্ট বিটও আলাদা।

অ্যাপল ওয়াচে থাকা ইসিজি অ্যাপ ব্যবহার করে হৃদপিণ্ডের ধুকপুকানির ওপর নজর রাখতে পারবে অ্যাপল। ব্যবহারকারীর শনাক্তকরণে ব্যবহারও করা যাবে এই প্রযুক্তি। নয়া প্রযুক্তির মাধ্যমে অ্যাপল স্মার্টওয়াচের সঙ্গে যুক্ত থাকবে আইফোন বা অন্য অ্যাপল ডিভাইস।

ইসিজি অ্যাপের মাধ্যমে হার্ট বিটের সাহায্যে অ্যাপল স্মার্টওয়াচের মাধ্যমেই খোলা যাবে আইফোন বা আইপ্যাড বা ম্যাকবুক। এর ফলে ব্যবহারকারীরা ফেস লক, ফিঙ্গার প্রিন্ট সেন্সর বা পাসওয়ার্ড ছাড়াও অতিরিক্ত সুরক্ষা পাবেন।

Related Articles