প্রযুক্তি
এবার স্যামসাং গ্যালাক্সি ফোন ব্যবহারকারীরা স্যামসাং ওয়ালেটের মাধ্যমে বুকিং করতে পারবেন টিকিট
Now Samsung Galaxy phone users can book tickets through Samsung Wallet

The Truth of Bengal, Mou Basu: স্যামসাং গ্যালাক্সি স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য সুখবর। এবার স্যামসাং ওয়ালেটের মাধ্যমে ঘরে বসে সহজেই বুকিং করা যাবে বিমান, সিনেমা হলের, ইভেন্ট, শোয়ের টিকিট। দক্ষিণ কোরিয়ার টেক জায়েন্ট স্যামসাং পেটিএমের পেরেন্ট সংস্থা One97 এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে।
স্যামসাং ঘোষণা করেছে, এবার থেকে পেটিএমের পরিষেবা স্যামসাং ওয়ালেট অ্যাপের মাধ্যমে করা যাবে। এর ফলে স্যামসাং গ্যালাক্সি স্মার্টফোন ব্যবহারকারীরা এবার থেকে স্যামসাং ওয়ালেট অ্যাপ ব্যবহার করেই টিকিট বুকিং করতে পারবেন সরাসরি। প্রথম বার বুকিং করলে ১১৫০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট মিলবে। এছাড়া অন্যকে রেফার করলে বা এই ওয়ালেট ব্যবহার করার কথা বললে গিফট কার্ডও পাওয়া যাবে।