প্রযুক্তি

৩০ সেকেন্ড নয়, এবার পুরো ১ মিনিটের ভিডিও আপলোড করা যাবে হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসে, কিভাবে করবেন পোস্ট?

Now full 1 minute video can be uploaded in WhatsApp status

The Truth of Bengal: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নিত্য নতুন ফিচার আনছে সোশ্যাল মিডিয়া জায়েন্ট মেটা। এতদিন ট্রিম ও এডিট করে মাত্র ৩০ সেকেন্ডের ভিডিও আপলোড করা যায় হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে। এবার পুরো এক মিনিটের বা ৬০ সেকেন্ডের ভিডিও কোনো রকম এডিট ছাড়াই আপলোড করা যাবে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে। ইনস্টাগ্রামেও অনেক দিন ধরেই এক মিনিটের ভিডিও আপলোড করা যায় ইনস্টা স্টোরিজে। এবার খুব শিগগিরই একই রকম ফিচার মিলবে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসেও। তবে এর জন্য হোয়াটসঅ্যাপ আপডেট করতে হবে লেটেস্ট ভার্সনে।

এক মিনিটের ভিডিও কীভাবে আপলোড করবেন হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ফিচারে

iOS বা অ্যান্ড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপ চালু করুন। status সেকশন খুলুন। my status এর পাশে ছোট প্লাস আইকনে ক্লিক করুন। ফটো অ্যাপ বা গ্যালারি থেকে পছন্দের ভিডিও আপলোড করুন। এক মিনিটের বেশি ভিডিও হলে হোয়াটসঅ্যাপ আপনাআপনি কেটে দেবে। চাইলে ক্যাপশন যোগ করুন। পোস্ট করুন ভিডিও স্ট্যাটাস। হোয়াটসঅ্যাপ বিটা ভার্সনে মিলবে এই সুযোগ।

Related Articles