প্রযুক্তি

এক চার্জে একটানা চলবে ৪৫ ঘণ্টা, ৯০০ টাকার মধ্যে ইয়ারবাড আনল Noise

Noise launches earbuds under 900 taka that will last for 45 hours on a single charge

Truth of Bengal: মৌ বসু: ভারতীয় ক্রেতাদের কথা ভেবে নয়েজ ভারতের বাজারে তাদের নতুন অডিও প্রোডাক্ট Noise Buds Nero আনল। নয়েজ বাডস নেরো ইয়ারবাড এর দাম রাখা হয়েছে ৮৯৯ টাকা। চারকোল ব্ল্যাক, স্নো হোয়াইট, মিডনাইট ব্লু, অলিভ গ্রিন, ডিপ ওয়াইনের মতো ৫টি রঙে পাওয়া যাবে। নয়েজের অফিসিয়াল ওয়েবসাইট ও মিন্ত্রা থেকে এটি কেনা যাবে। নয়েজ বাডস নেরো ইয়ারবাডে ১০ মিমি ডায়নামিক ড্রাইভার আছে।

ফলে পরিষ্কার, শ্রুতিমধুর আওয়াজ শোনা যাবে। এতে কোয়াড মাইক ইএনসি প্রযুক্তি আছে, যা চারপাশের আওয়াজ কমিয়ে দেবে। এই ইয়ারবাডে আইপিএক্স৫ ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং আছে। ফলে ঘাম ও হালকা জলের ছিটে লাগলেও সমস্যা হবে না। এতে ব্লুটুথ ভি৫.৩ ও হাইপারসিঙ্ক প্রযুক্তি রয়েছে। এই ইয়ারবাডের ব্যাটারি একবার চার্জে একটানা ৪৫ ঘন্টা পর্যন্ত চলবে। ফলে সারাদিন এটি ব্যবহার করা যাবে। এতে আছে ইনস্টাচার্জ প্রযুক্তি, ফলে নয়েজ বাডস নেরো ১০ মিনিটের চার্জে ১৫০ মিনিট প্লেব্যাক টাইম অফার করে।

Related Articles