আর সূচ ফোটাতে হবে না? এআই বলে দেবে আপনি ডায়াবেটিক কিনা!
No more needles? AI will tell you if you are diabetic!

Truth Of Bengal: মিরাক্যাল ঘটাল তেলেঙ্গানার রাজধানী হায়দরাবাদের নিলোফার হাসপাতাল। এবার এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে শরীরে সূচ না ফুটিয়েই জানা যাবে আপনি ডায়াবেটিসে আক্রান্ত কিনা। দেশের মধ্যে নিলোফার হাসপাতালই প্রথম হাসপাতাল যেখানে ‘অম্রুত স্বাস্থ্য ভারত’ নামে এআই প্রযুক্তি নির্ভর ডায়াগনোস্টিক সিস্টেম চালু হয়েছে।
এটি র্যাপিড নন ইনভেসিভ রক্ত পরীক্ষা করার প্রক্রিয়া। অর্থাৎ শরীরে সূচ না ফুটিয়ে রক্ত পরীক্ষা করা যাবে। রাজ্য সরকারের আর্থিক সাহায্যে এই এআই টুল তৈরি করেছে কুইক ভাইটালস নামক সংস্থা। সহায়তা করেছে সুশেনা হেলথ ফাউন্ডেশন। যে কোনো ব্যক্তির মুখ দেখে স্মার্টফোনের ক্যামেরা ও ডিপ লার্নিং অ্যালগোরিদম ব্যবহার করে শারীরিক পরীক্ষা করা যাবে।
এআই প্রযুক্তির সাহায্যে মোবাইল ফোনের স্ক্রিনের দিকে তাকালেই শরীরের খুঁটিনাটি অবস্থার হদিশ জানা যাবে। সূচ না ফুটিয়ে বা কোনো যন্ত্রের ছোঁয়া ছাড়াই শরীরের হালহকিকত জানা যাবে। ফোটো প্লেথিসমোগ্রাফি প্রযুক্তির সাহায্যে মুখ স্ক্যান করলেই শারীরিক অবস্থার খুঁটিনাটি জানা যাবে। সোমবারই নয়া পদ্ধতির সূচনা হয়।
এই রক্ত পরীক্ষার পদ্ধতি খুব সহজ। শরীরে কোনো ক্ষতির আশঙ্কা নেই। শুধু মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে হবে। কয়েক মিনিটের মধ্যে এআই প্রযুক্তি রক্তের শর্করার মাত্রা, রক্তচাপ, রক্তে অক্সিজেনের মাত্রা, হৃৎস্পন্দনের হার, মানসিক চাপের স্তর, হিমোগ্লোবিনের মাত্রা শনাক্ত করে ফেলবে। ২০-৬০ সেকেন্ডের মধ্যে পরীক্ষা হয়ে যাবে।