প্রযুক্তি

সশস্ত্র বাহিনীর আধিকারিকদের ড্রোন প্রযুক্তির ব্যবহার শেখাতে নয়া কোর্স আইআইটিতে

Job News

The Truth of Bengal: দিন কে দিন অত্যাধুনিক ড্রোন প্রযুক্তি জনপ্রিয় হয়ে উঠছে। ড্রোনের মাধ্যমে নজরদারি চালাতে দেখা যায় সেনা জওয়ানদের। সশস্ত্র বাহিনীর আধুনিকীকরণের লক্ষ্যে এবার ড্রোন প্রযুক্তির হাতেকলম ব্যবহার শেখাতে ৩ মাসের সার্টিফিকেট কোর্স চালু করেছে আইআইটি গুয়াহাটি। এরকম কোর্স এই প্রথমবার চালু হয়েছে এদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে। সশস্ত্র বাহিনীর আধিকারিকদের জন্য এই ড্রোন প্রযুক্তির ওপর সার্টিফিকেট কোর্স চালু হয়েছে আইআইটি গুয়াহাটির মতো ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানে।

প্রথম ব্যাচে বিভিন্ন সশস্ত্র বাহিনীর ৩০ জন আধিকারিক এই কোর্স করবেন। জুনিয়র কমিশনড অফিসার (জেসিও)-রা প্রথম ব্যাচে এই কোর্স করবেন। পরে বিভিন্ন সশস্ত্র বাহিনীর অন্য আধিকারিকদেরও এই ড্রোন প্রযুক্তির ওপর সার্টিফিকেট কোর্স করানো হবে। আধুনিক প্রযুক্তি সম্পর্কে সশস্ত্র বাহিনীর আধিকারিকদের ওয়াকিবহাল করার পাশাপাশি বাহিনী থেকে অবসরের পর কর্মসংস্থানের আরও সুযোগ তৈরির লক্ষ্যেই এই সার্টিফিকেট কোর্স তৈরি করা হয়েছে।

ড্রোন প্রযুক্তির বিভিন্ন দিক তুলে ধরা হবে এই কোর্সে। ড্রোন প্রযুক্তির ওপর প্রোগ্রাম কার্যকর করবে সেন্টার ফর এডুকেশনাল টেকনোলজি (সিইটি), সেন্টার ফর ইন্টেলিজেন্ট সাইবার ফিজিক্যাল সিস্টেমস (সিআইসিপিএস), সেন্টার ফর ড্রোন টেকনোলজি ও আইআইটি গুয়াহাটির টেকনোলজি ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আইআইটিজি টিআইডিএফ)।

Related Articles