প্রযুক্তি

চলন্ত বিমানের মধ্যেও পাওয়া যাবে নেটওয়ার্ক, গ্রাহকদের জন্য নয়া উদ্যোগ এয়ারটেল কর্তৃপক্ষের

Networks can be found in moving aircraft

The Truth of Bengal,Mou Basu: এবার থেকে চলন্ত বিমানের মধ্যেও বিমানে পাওয়া যাবে নেটওয়ার্কের সুবিধা! নয়া পরিষেবা প্রদান করতে চলেছে এয়ারটেল। গ্রাহকদের ইতিমধ্যেই হাই স্পিড 5G নেটওয়ার্কের পরিষেবা প্রদান করছে এয়ারটেল। এই অত্যাধুনিক পরিষেবার কারণে প্রতিনিয়ত হু হু করে বাড়ছে টেলিকম সংস্থাটির গ্রাহকের সংখ্যা। এবার বিমানের মধ্যেও মিলবে এয়ারটেলের নেটওয়ার্কের পরিষেবা। ভারতী এয়ারটেল বিমানের মধ্যে মোবাইল নেটওয়ার্কের পরিষেবার প্রদান করার জন্য গ্লোবাল ইন-ফ্লাইট কনেকটিভিটি অপারেটর Aero Mobile –এর সঙ্গে পার্টনারশিপ করেছে। এই পার্টনারশিপের দৌলতে দেশের এই জনপ্রিয় টেলিকম সংস্থাটি এতিহাদ এয়ারলাইন্স, এমিরেটস, ক্যাথে প্যাসিফিক সহ মোট 19 টি সংস্থার বিমানে মোবাইল পরিষেবা দেবে।

বিমানের মধ্যে নেটওয়ার্ক পরিষেবা (ইন-ফ্লাইট মোবাইল) এয়ারটেলের আগে

এদেশে জিও চালু করেছে। মুকেশ আম্বানির কোম্পানিটিও 2020 সালে এই একই সংস্থা (Aero Mobile) –এর সঙ্গে চুক্তির মাধ্যমে পরিষেবাটি চালু করেছিল। জিও কে টেক্কা দেওয়ার জন্য এয়ারটেল ভয়েস, এসএমএস এবং ডেটা কনেকশন দেবে। মোট তিনটি প্যাকের মাধ্যমে গ্রাহকদের এই ইন-ফ্লাইট পরিষেবাটি দেবে এয়ারটেল। গ্রাহকেরা 195, 295 এবং 595 টাকার বিনিময়ে এই প্যাকগুলি কিনতে পারবেন। প্যাকগুলির মধ্যে প্রাপ্ত ডেটা-র পরিমাণ 250MB থেক 1GB পর্যন্ত হলেও ব্যবহারকারীরা তাদের প্রয়োজন অনুসারে পুনরায় এগুলি কিনতে পারবেন। এয়ারটেলের পক্ষ থেকে আরও একটি বাড়তি সুবিধা নিয়ে আসা হয়েছে। প্রিপেডের জন্য 2997 টাকা এবং পোস্টপেডের জন্য 3999 টাকা মূল্যের রোমিং প্যাকের সাবস্ক্রিপশন নিলে গ্রাহকেরা কোন অতিরিক্ত খরচ ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে ইন-ফ্লাইট রোমিং পরিষেবা পাবেন।

Related Articles