বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন আনল মোটোরোলা
Motorola has launched a budget friendly smartphone

The Truth of Bengal,Mou Basu: ভারতীয় ক্রেতাদের কথা ভেবে বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন আনল মোটোরোলা। Moto G-series এর নতুন স্মার্টফোনের নাম দেওয়া হয়েছে Moto G24 Power। স্মার্টফোনটি চলবে MediaTek Helio G85 processor। এতে 8GB র্যাম আর 128 GB স্টোরেজের সুবিধা মিলবে। ফোনে থাকবে স্লিক অ্যাক্রিলিক গ্লাস বিল্ড ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ ও ৫০ মেগাপিক্সেল মেন সেন্সর। 6,000mAh ব্যাটারি পাওয়ারের সুবিধা মিলবে এই স্মার্টফোনে। 4GB Ram, 128GB স্টোরেজযুক্ত Moto G24 Power স্মার্টফোনের দাম ধরা হয়েছে ৮,৯৯৯ টাকা আর 128GB স্টোরেজযুক্ত Moto G24 Power স্মার্টফোনের দাম ধরা হয়েছে ৯,৯৯৯ টাকা।
গ্লেসিয়ার ব্লু আর ইঙ্ক ব্লু রঙে পাওয়া যাবে নয়া স্মার্টফোন। ৭ ফেব্রুয়ারি দুপুর ১২টা থেকে ফ্লিপকার্ট আর Motorola.in আর নির্দিষ্ট রিটেল স্টোরে মিলবে নয়া স্মার্টফোন। প্রথমেই যে সব ক্রেতা এই ফোন কিনবেন তাঁরা পুরনো স্মার্টফোন বিক্রি করলে ৭৫০ টাকা এক্সচেঞ্জ বোনাস পাবেন। এর ফলে ফোনের দাম কমে আসবে ৮,২৪৯ টাকা। ইএমআই শুরু হবে ৩১৭ টাকা থেকে। Moto G24 Power স্মার্টফোন চলবে অ্যান্ড্রয়েড ১৪ সিস্টেমে। এই ফোনে থাকবে ৬.৫ ইঞ্চি এইচডি ও আইপিএস এলসিডি ফিচার, 90Hz রিফ্রেশ রেট।
ফোনে MediaTek Helio G85 SoC পাওয়ারের সুবিধা মিলবে। ফোনে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আর ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও কোয়াড পিক্সেল টেকনোলজিযুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা। ক্যামেরায় থাকবে ২ মেগাপিক্সেল ম্যাক্রোশ্যুটার। ফোনে ব্লুটুথ, জিপিএস, ৩.৫ এমএম হেডফোন জ্যাক, ওয়াইফাই আর ইউসিবি টাইপ-সি পোর্টের কানেক্টিভিটির সুবিধা থাকবে। ধুলোবালি, জলের হাত থেকে ফোনকে বাঁচাতে ফোনে থাকবে IP52 ফিচারের সুবিধা। ডলবি অ্যাটমস টেকনোলজিতে চলবে স্টিরিও স্পিকার। বায়োমেট্রিক অথেনটিকেশনের জন্য ফোনে থাকবে ফিঙ্গার প্রিন্ট সেন্সর।