প্রযুক্তি

বিশ্বের প্রথম স্বচ্ছ ল্যাপটপ আনলো লেনোভো

Lenovo brought the world's first transparent laptop

The Truth Of Bengal, Mou basu: বিশ্বের প্রথম স্বচ্ছ ল্যাপটপ, “Lenovo ThinkBook” আনল লেনোভো। ২০২৪ সালের Mobile World Congress অনুষ্ঠানে অভিনব ল্যাপটপ সামনে এনেছে লেনোভো। এই ল্যাপটপে ১৭.৩ ইঞ্চি বেজেল-লেস-সি-থ্রু ডিসপ্লে থাকবে। ৫৫% স্বচ্ছতা মিলবে।

বিশ্বের প্রথম স্বচ্ছ ল্যাপটপ Lenovo ThinkBook চলবে সাম্প্রতিক Intel Core Ultra Processor এ। বর্ডারলেস স্ক্রিন থাকবে ল্যাপটপে। ১ হাজার nits ঔজ্জ্বল্য মিলবে। ডিসপ্লেতে 720p রেজোলিউশনযুক্ত মাইক্রো এলইডি স্ক্রিন থাকবে। স্বচ্ছ কিবোর্ড ও ফ্লোটিং ফুটপ্যাড ডিজাইন থাকবে। ব্যবহারকারীদের সুবিধার জন্য এই স্বচ্ছ ল্যাপটপে থাকবে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি। সাপোর্টেড পেনের সাহায্যে কিবোর্ড আর ড্রয়িং বোর্ড ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা। তবে আপাতত স্বচ্ছ ডিজাইনের ল্যাপটপের দাম জানা সম্ভব হয়নি।

Related Articles