প্রযুক্তি

চোখধাঁধানো শার্প স্টাইলিং-সহ প্রিমিয়াম মোটরবাইক আনল KTM

KTM launches premium motorbike with eye-catching sharp styling

Truth Of Bengal: মৌ বসু : বাইকপ্রেমীদের জন্য নয়া চমক আনল মোটরসাইকেল প্রস্তুতকারী সংস্থা KTM। ভারতে একটি সম্পূর্ণ নতুন প্রিমিয়াম বাইক আনল কেটিএম। KTM –এর তরফে দেশের বাজারে সংস্থার ফ্ল্যাগশিপ স্ট্রিট ফাইটার 1390 Super Duke R EVO নামক বাইক আনা হয়েছে। দুর্দান্ত লুকসের সঙ্গে এই মোটরবাইকে রয়েছে শক্তিশালী পাওয়ারট্রেন। দেশের বাজারে বাইকের দাম পড়বে ২২.৯৬ লাখ টাকা (এক্স শোরুম)।

KTM 1390 Super Duke R EVO বাইকে একটি শক্তিশালী 1,350cc টুইন সিলিন্ডার ইঞ্জিন রয়েছে। একইসঙ্গে রয়েছে চোখধাঁধানো শার্প স্টাইলিং। বাইকটির সামনের দিকে রয়েছে নতুন ডিআরএল সহ ভার্টিক্যালি স্ট্যাকড এলইডি হেডল্যাম্প। বাইকে সেমি অ্যাকটিভ সাসপেনশন সিস্টেমের সুবিধা রয়েছে। এই ফিচারটি রিয়েল টাইম ড্যাম্পিং অ্যাডজাস্টমেন্টের জন্য ম্যাগনেটিক ভালভ ব্যবহার করে।
মোটরসাইকেলে অটো, কমফোর্ট, রেন, স্ট্রিট এবং স্পোর্টসের মতো ৫ ধরনের সাসপেনশন মোডের সুবিধা পাওয়া যাবে। এছাড়াও মিলবে পাঁচ ধরনের রাইডিং মোডের সুবিধা।

পাশাপাশি, রয়েছে ক্রুজ কন্ট্রোল, কেটিএমসি কনেক্ট, ইঞ্জিন ব্রেক কন্ট্রোল, অ্যাডজাস্টেবল হুইলি কন্ট্রোল এবং 5-ইঞ্চি টিএফটি স্ক্রিনের মতো ফিচার। লিন-সেনসিটিভ এবিএস, ট্র্যাকশন কন্ট্রোল, স্লাইড কন্ট্রোল এবং লঞ্চ কট্রোলের মতো বেশ কিছু দুর্দান্ত সেফটি ফিচারের সুবিধাও আছে বাইকে।

Related Articles