অফবিটপ্রযুক্তিরাজ্যের খবর

চাঁদের মাটি ছোঁয়ার পথে দেশ! রোভারের নিয়ন্ত্রণ বাঁকুড়ার সন্তানের হাতে

Krishanu Nandy

The Truth of Bengal: চাঁদে পাড়ি দিয়েছে ভারতের চন্দ্রযান। এখন পৃথিবীকে প্রদক্ষিণ করছে। আর কয়েকদিন পর সেই চন্দ্রযান পৌঁছে যাবে চাঁদের মাটিতে। চন্দ্রযান উৎক্ষেপণে বিশ্বের দরবারে গুরুত্ব বেড়েছে ভারতের। এবার চাঁদের মাটিতে নামার পর দেশের সেই গৌরব বাড়বে আরও কয়েকগুণ। দেশের বিজ্ঞানীদের নিরলস প্রচেষ্টার ফসল এই চন্দ্রাভিযান। সেই অভিযানে এই রাজ্যকে গর্বিত করেছেন বাঁকুড়ার এক সন্তান। বাঁকুড়ার ছেলে কৃশানু নন্দী ল্যান্ডিং-এর পর চন্দ্রযান-৩ রোভারের মুভমেন্ট কো-অর্ডিনেটরের দায়িত্ব সামলাবেন। চন্দ্রযান-৩ চন্দ্রপৃষ্ঠে ল্যান্ডিং করার পর রোভারের মুভমেন্ট কোন দিকে হবে, সেটা ঠিক করার দায়িত্বে আছেন পাত্রসায়েরের কৃশানু নন্দী।

পরিকল্পনা ১০০ শতাংশ রূপায়িত করতে কৃশানু ইসরোর সদর দফতরে বসে তাকিয়ে আছেন চন্দ্রযানের দিকে। আর দেশ তাকিয়ে আছে কৃশানু নন্দীর মতো বিজ্ঞানীদের দিকে। বাঁকুড়ার কৃতী সন্তান কৃশানু নন্দী পাত্রসায়ের বামিরা গুরুদাস বিদ্যায়তন মাধ্যমিক এবং কমলপুর নেতাজি উচ্চবিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। RCC Institute of Information Technology থেকে বি টেক পাস করে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে এম টেক শুরু করেন।

এম টেক শেষ করার আগেই চাকরি পেয়ে যান ইসরো-তে। সেই পথ চলা শুরু। তারপর ইসরোর বিজ্ঞানীদের সঙ্গে শুরু হয় কঠিন অধ্যবসায় ও গবেষণা। যার ফসল চন্দ্রযান-৩। স্বপ্নের ডানা মেলে চন্দ্রযান উড়ে গিয়েছে চাঁদের দিকে। ছেলের এমন সাফল্যে গর্বিত বাবা-মা। তবে তাঁরা সাংবাদিকদের ক্যামেরার সামনে তাঁরা মুখ খুলতে চাননি। কারণ, কৃশানুর অনুরোধ। স্বপ্ন সফল হলে তবেই যেন সাংবাদিকের ক্যামেরার সামনে মুখ খোলেন বাবা-মা। ছেলের এই অনুরোধ রেখেছেন তাঁরা। কৃশানুর এমন কৃতিত্বে খুশি প্রতিবেশীরা।

ইসরোর বিজ্ঞানীদের সঙ্গে গোটা দেশের মানুষের মতো কৃশানু নন্দীও আশাবাদী চন্দ্রযান-৩ কোনও বিঘ্ন ছাড়াই চন্দ্রপৃষ্ঠে ল্যান্ডিং করবে। তারপর রোভারের মুভমেন্ট কো-অর্ডিনেটর হিসেবে নিয়ন্ত্রণ করবেন সবকিছু। আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। সব ঠিক থাকলে বিশ্ব দরবারে চাঁদের মাটি ছোঁয়া ভারত হবে চতুর্থ দেশ। গোটা দেশ এখন তাকিয়ে কৃশানু নন্দীর মতো বিজ্ঞানীদের দিকে।

 

 

Related Articles