প্রযুক্তি
সময় লাগল কয়েক সেকেন্ড, রুবিকস কিউবের পাজলের রহস্য সমাধান করে গিনেস রেকর্ড রোবটের
It took a few seconds for the Guinness World Record Robot to solve the Rubik's Cube puzzle

The Truth Of Bengal, Mou Basu : সময় লাগল মাত্র ০.৩০৫ সেকেন্ড। চোখের পলকে রুবিকস কিউবের পাজলের রহস্য সমাধান করে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলল জাপানি সংস্থা মিৎসুবিশি ইলেকট্রিক কর্পোরেশনের কম্পোনেন্ট প্রোডাকশন ইঞ্জিনিয়ার সেন্টারের রোবট।
গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস জানিয়েছে, ৩x৩x3 আয়তনের রুবিকস কিউবের পাজলের রহস্য সমাধান করত পেরেছে রোবটটি মাত্র ০.৩০৫ সেকেন্ডে। গিনেস কর্তৃপক্ষের তরফে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে সেই ভিডিও। ২১ মে টোকিওতে রোবটটি গিনেস রেকর্ড করে। ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করা মাত্রই সেটি ভাইরাল হয়ে গেছে।