মেখলাচাদরে সজ্জিত এআই শিক্ষিকা আইরিস নজর কাড়ছে অসমের স্কুলে
Iris, an AI teacher dressed in a mekhlachadar, catches the eye in a school in Assam

The Truth Of Bengal, Mou Basu : অসমের রাজধানী গুয়াহাটির একটি বেসরকারি স্কুল সম্প্রতি খবরের শিরোনামে উঠে এসেছে। গুয়াহাটির ওই স্কুল নজর কাড়ছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে চলা রোবট শিক্ষিকা আইরিস। হিউমানয়েড রোবট আইরিস দেখতে একদম সুন্দরী মহিলার মতো। অহমিয়া ঐতিহ্যবাহী পোশাক মেঘলা চাদর ও অসমের ঐতিহ্যবাহী গয়না পরে শ্রেণিকক্ষে পড়াতে দেখা যায় আইরিসকে।
এরমধ্যে আইরিস নামের রোবট সুন্দরী শিক্ষিকা খুবই জনপ্রিয় হয়ে উঠেছে পড়ুয়া মহলে। কারণ, পাঠ্যবইয়ের বিষয় হোক কিংবা পাঠ্যবইয়ের বাইরের কোনো বিষয়। সবই খুব যত্ন করে সহজ সরল ভাষায় পড়ুয়াদের বিশদভাবে বুঝিয়ে দিচ্ছে আইরিস। এমনকি রোবট শিক্ষিকা পড়ুয়াদের সঙ্গে শ্রেণিকক্ষে হাতও মেলায়। রোবট শিক্ষিকা আইরিসের সৌজন্যে মুগ্ধ পড়ুয়া থেকে বাকি শিক্ষক শিক্ষিকারাও।
আইরিসই অসম তথা উত্তর পূর্বের রাজ্যের প্রথম স্কুলে পড়ানো এআই শিক্ষিকা। নীতি আয়োগের অটল টিঙ্কারিং ল্যাব প্রকল্পের অধীনে মেকারসল্যাব এডু টেক এই হিউমানয়েড রোবট শিক্ষিকা আইরিশকে তৈরি করেছে।