১১ মার্চ ক্রেটার নতুন সংস্করণের গাড়ি আনছে হুন্ডাই
Hyundai is bringing the new version of Crater on March 11

The Truth Of Bengal,Mou basu: ভারতের গাড়িপ্রেমীদের জন্য সুখবর। আগামী ১১ মার্চ স্পোর্টিং ডিজাইনের ক্রেটার একটি নয়া সংস্করণ (Creta N Line) লঞ্চ করতে চলেছে জনপ্রিয় গাড়ি প্রস্তুতকারী সংস্থা হুন্ডাই। হুন্ডাই –এর পক্ষ থেকে নতুন ক্রেটা এন লাইন মডেলটির বুকিং গ্রহণ শুরু করে দেওয়া হয়েছে। একটি টোকেন অ্যামাউন্ট প্রদান করার মাধ্যমে এখনই এই গাড়িটি অগ্রিম বুকিং করতে পারবেন গ্রাহকেরা।
গাড়িটি বুকিং করার জন্য এই ক্ষেত্রে একটি 25,000 টাকার টোকেন মূল্য দিতে হবে। গ্রাহকেরা হুন্ডাই –এর অফিসিয়াল ডিলারশিপের মাধ্যমে কিংবা ব্র্যান্ডের অফিসিয়াল অনলাইন প্ল্যাটফর্মে গিয়ে ক্রেটা এন লাইন গাড়ির মডেলটি অগ্রিম বুকিং করতে পারবেন। তবে, এই গাড়িটির দাম কত হতে চলেছে সে বিষয় কোম্পানিটির পক্ষ থেকে এখনও পর্যন্ত অফিসিয়ালি কোন তথ্য প্রকাশ করা হয়নি। হুন্ডাই ক্রেটার এই নতুন গাড়িটিতে 1.5 লিটার টার্বো চার্জড পেট্রল ইঞ্জিনে চলবে।
এই অত্যাধুনিক ইঞ্জিনটি 5,500 rpm -এ 158 bhp শক্তি এবং 1500-3500 rpm –এ সর্বোচ্চ 253 Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম। গ্রাহকেরা গাড়িটির ক্ষেত্রে 6-স্পিড ইউনিট এবং 7-স্পিড ডুয়েল ক্লাচ ইউনিট টান্সমিশনের সুবিধা থাকবে। ক্রেটা এন লাইনের পারফর্ম্যান্স অপ্টিমাইজ করা জন্য একটি সম্পূর্ণ আলাদা এক্সজস্ট সিস্টেম ইনস্টল করা থাকবে। ফলে গাড়িটি তুলনামূলকভাবে আরও উন্নত এক্সজস্টের সুবিধা দেবে।
FREE ACCESS