প্রযুক্তি

অ্যান্ড্রয়েড ফোন থেকে কীভাবে আইফোনে ডেটা ট্রান্সফার করবেন

How to transfer data from Android phone to iPhone

Truth of bengal,মৌ বসু:  আগে ব্যবহার করতেন অ্যান্ড্রয়েড ফোন। এখন আইফোন কিনেছেন অথবা কেনার কথা ভাবছেন। এদিকে ফোনে নানান রকম গুরুত্বপূর্ণ তথ্য থাকে যা হারিয়ে গেলে আতান্তরে পড়তে হবে। তাই আগেভাগে জেনে নিন কীভাবে পুরোনো অ্যান্ড্রয়েড ফোন থেকে আইফোনে ডেটা ট্রান্সফার করবেন। অ্যান্ড্রয়েড ফোন থেকে আইফোনে ডেটা ট্রান্সফার করার আগে দেখে নিন আপনার ২টো ফোনেই কমপক্ষে ৭৫% চার্জ আছে কিনা।

সম্ভব হলে, ডেটা স্থানান্তরের সময় ফোন চার্জ দিন। ডেটা ট্রান্সফারের জন্য ওয়াই-ফাই প্রয়োজন। আপনার অ্যান্ড্রয়েড ও আইফোন, উভয় ফোনই ওয়াইফাই নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত আছে কিনা তা দেখে নন। ট্রান্সফার করার আগে ডেটার সাইজ ভেরিফাই করে নেবেন‌। কারণ আপনার নতুন আইফোনে অ্যান্ড্রয়েডের মতো অত স্টোরেজ নাও থাকতে পারে।

কীভাবে অ্যান্ড্রয়েড ফোন থেকে আইফোনে ডেটা ট্রান্সফার করবেন

অ্যান্ড্রয়েড থেকে আইওএস চালিত আইফোনে ডেটা স্থানান্তর করতে আপনার Move to iOS অ্যাপের প্রয়োজন হবে। ফোনে গুগল প্লে স্টোর থেকে অ্যাপলের এই অ্যাপটি ইনস্টল করার পর Move to iOS অ্যাপটি খুলুন এবং ‘Apps & Data’ বিভাগে ক্লিক করুন। এবার ‘মুভ ডেটা ফ্রম অ্যান্ড্রয়েড’ অপশনে ক্লিক করুন। এরপর Move to iOS অ্যাপকে ফাইল এবং লোকেশন অ্যাক্সেস করার অনুমতি দিন।
এবার আইফোনের স্ক্রিনে ওয়ান টাইম কোড দেখতে পাবেন। এই কোডটি এন্টার করে অ্যান্ড্রয়েড ফোনের সঙ্গে ‘পেয়ার’ করুন। এখন আপনি আপনার নতুন আইফোনে স্থানান্তর করতে চান এমন ডেটা বেছে নিন। এর পরে ডেটা স্থানান্তর না হওয়া পর্যন্ত ২টো ফোনকে পাশে রেখে দিন। লোডিং বারটি সম্পূর্ণ হওয়ার পরে, আপনার অ্যান্ড্রয়েড ফোনে ক্লিক করে অন-স্ক্রিন নির্দেশ মেনে চলুন।

Related Articles