ক্ষুদ্র ওয়াকিং রোবট তৈরি করে অসাধ্য সাধন হংকংয়ের পড়ুয়াদের
Hong Kong students achieve the impossible by making a tiny walking robot

The Truth Of Bengal,Mou basu: অসাধ্য সাধন করেছে হংকংয়ের একদল পড়ুয়া। হংকংয়ের ডায়োসেশান বয়েজ স্কুলের রোবটিক্স টিমের ৪ পড়ুয়া Aaron Ho Yat Fung, Isaac Zachary To, Justin Wang Tou Duong ও Ngo Hei Leung বিশ্বের সবচেয়ে ছোট হিউমানয়েড রোবট তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে। এই রোবট চলাফেরা করতে সক্ষম। ক্ষুদ্র রোবট তৈরি করায় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠেছে হংকংয়ের ৪ পড়ুয়ার।
হাঁটাচলার পাশাপাশি হংকংয়ের পড়ুয়াদের তৈরি ক্ষুদ্র ওয়াকিং রোবট কাঁধ, কনুই, হাঁটু আর পশ্চাতদেশ নাড়াতেও সক্ষম। বাইপেডাল মুভমেন্ট বা হাঁটাচলা করতে পারে এই রোবট।
হংকংয়ের রোবটিক্স টিমের পড়ুয়াদের তৈরি ক্ষুদ্র ওয়াকিং রোবটকে পরিচালনা করা হবে কম্পিউটার চালিত বিশেষ সফটওয়্যার দ্বারা। সার্ভো মোটর দ্বারা চলাফেরা করবে হংকংয়ের পড়ুয়াদের তৈরি রোবট। সার্ভো মোটর বা servos হল বৈদ্যুতিক যন্ত্র যা নিখুঁত ভাবে রোবটকে পরিচালনা করবে।
এই যন্ত্রের মাধ্যমে রোবটের অংশ নড়াচড়া করা যাবে। রোবটে লাগানো হয়েছে ১৬ চ্যানেল সার্ভো কন্ট্রোল বোর্ড ফেসিলেটেড প্রোগ্রামিং ও অতিরিক্ত হার্ডওয়্যার কম্পোনেন্ট। স্কুলের রোবটিক্স ল্যাবরেটরিতে তৈরি থ্রি ডি প্রিন্টেড কম্পোনেন্ট ও অ্যাক্রিলিক প্যানেল লাগানো হয়েছে রোবটের বাকি অংশে। মোবাইল অ্যাপ ও সার্ভো কন্ট্রোল বোর্ডের মাধ্যমে পরিচালনা করা হবে রোবটকে। রোবটটি বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং, কলা ও গণিতের ক্ষেত্রে কাজে লাগবে।
FREE ACCESS