প্রযুক্তি

ব্লুটুথের মাধ্যমে অজান্তেই কেউ আপনার ওপর নজরদারি চালাচ্ছে কিনা জানাবে গুগল

Google will let you know if someone is unknowingly spying on you via Bluetooth

Truth Of Bengal: মৌ বসু: টেক জায়েন্ট গুগল প্রতিনিয়ত প্রযুক্তিগত পরিষেবা আরো বেশি পরিমাণে উন্নত করার কাজ করে চলেছে। গুগলের নয়া ফিচার এবার মানুষকে সচেতন করবে। আপনার অজান্তেই কেউ যদি ব্লুটুথের মাধ্যমে আপনার ওপর নজরদারি চালায় তা গুগলের নয়া ফিচার সঙ্গে সঙ্গে সতর্ক করে দেবে অজানা কোনো ব্লুটুথ ট্র্যাকার কাছেপিঠে আছে কিনা।

অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীরাও ব্লুটুথ ট্র্যাকার চিহ্নিত করতে পারবে। গুগলের নয়া ফিচারে ২টি খুব ভালো টুল রয়েছে যা গুগলের ফাইন্ড মাই ডিভাইসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। নয়া ফিচারে রয়েছে টেম্পোরারিলি পজ লোকেশন। এই টুলের মাধ্যমে আপনার ফোনে নোটিফিকেশন আসবে কোনো অজানা ব্লুটুথ ট্র্যাকার আপনার গতিবিধির ওপর নজর রাখছে কিনা।

নোটিফিকেশন আসলে আপনি ২৪ ঘণ্টার জন্য আপনার লোকেশন অন্য কোনো ট্র্যাকার যাতে নজরদারি চালাতে না পারে তার জন্য বন্ধ করে দিতে পারবেন। এছাড়াও নয়া ফিচারে আছে ফাইন্ড নিয়ারবাই অপশন যার সাহায্যে অজানা অচেনা ব্লুটুথ ট্র্যাকারকে চিহ্নিত করা যাবে।

নোটিফিকেশনে ক্লিক করলেই আপনি দেখতে পারবেন ম্যাপে আপনার কাছাকাছি কোথায় আছে সেই ট্র্যাকার। ভিজ্যুয়াল ইন্ডিকেটর লাইট জ্বলবে।

Related Articles