প্রযুক্তি

হারানো ছেলেকে ফিরিয়ে দিল গুগল ম্যাপ! জানেন কীভাবে?

Google Maps returned the lost boy! Do you know how?

Truth Of Bengal: ২৯ বছর আগে হারিয়ে গিয়েছিলেন সঞ্জয় নামে এক যুবক। সময়টা ১৯৯৬ সাল। সে সময় সঞ্জয়ের বয়স ছিল ৯ বছর বয়স। পঞ্জাবের আম্বালা ক্যান্টনমেন্টের কবীর নগরে থাকতেন সঞ্জয়। ২৯ বছর পর গুগল ম্যাপের সহায়তায় হারানো ছেলেকে ফিরে পেয়েছে সঞ্জয়ের পরিজনরা।

সপ্তাহ খানেক আগে আচমকাই নিজের বাড়ি ফিরে আসেন সঞ্জয়। প্রথমে তাঁর পরিজনরা বিশ্বাসই করেননি তাঁদের হারানো ছেলেকে কোনোদিন ফিরে পাবেন। তারপর নিজের হারিয়ে যাওয়ার গল্প বলেন সঞ্জয়। তাঁর মা একথা বিশ্বাস করেন।
সঞ্জয় বলেন, যেদিন তিনি হারিয়ে যান, তিনি বাড়ি থেকে বেরিয়ে মন্দিরে যান। সেখানে বন্ধুদের সঙ্গে খেলাধুলো করার পর সবজি মাণ্ডিতে যান। এরপর আম্বালা ক্যান্টনমেন্ট স্টেশনে গিয়ে খেলতে খেলতে একটি ট্রেনে চেপে বসেন।

প্লাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেন আচমকাই চলতে শুরু করে। ট্রেনের মধ্যে সঞ্জয় ঘুমিয়ে পড়েছিলেন। ঘুম ভাঙার পর ট্রেন থেকে নামার পর সঞ্জয় দেখেন তিনি উত্তর প্রদেশের আগ্রায় পৌঁছে গেছেন। আম্বালা থেকে আগ্রার দূরত্ব ৪২৬ কিলোমিটার। আগ্রায় ধাবা মালিক ইন্দ্রজিৎ ও তাঁর স্ত্রী গীতার কাছে আশ্রয় পান সঞ্জয়। ২০০২ সালে আগ্রা থেকে মেরঠে চলে যায় সবাই। সেখান থেকে ২০০৪ সালে হৃষীকেশে বসবাস করেন সবাই।

২০০৯ সালে বাল্বের কারখানায় কাজ সময় পরিচয় হয় সঞ্জয় ও রাধিকার। দুজনে ভালোবাসে বিয়ে করেন। ৩ সন্তান হয়। এদিকে নিজের পরিবারের খোঁজ চলতেই থাকে সঞ্জয়ের। সঞ্জয়ের মনে পড়ে আম্বালায় তাঁদের বাড়ির সামনে থানা ছিল। দরগাহ ছিল। গুগল ম্যাপের সাহায্যে বাড়ির সামনে রাস্তার খোঁজ পান সঞ্জয়। গুগল ম্যাপে বাড়ির ঠিকানা ও ফোন নম্বর দেখে সেই নম্বর দেখে সঞ্জয় ফোন করেন। পরে আম্বালায় গিয়ে পরিজনদের সঙ্গে দেখা করেন সঞ্জয়।

Related Articles