প্রযুক্তি

Lok Sabha Election 2024: লোকসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশনের সঙ্গে জোট বাঁধছে গুগল

Lok Sabha Election 2024: Google is making an alliance with the Election Commission

The Truth of Bengal,Mou Basu: লোকসভা নির্বাচন আসন্ন। এখনো নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ যদিও ঘোষণা করেনি কিন্তু ভোটের জন্য জোর কদমে চলছে প্রস্তুতি। টেক জয়েন্ট গুগল জানিয়েছে ভোটের সময় ভুয়ো খবর আটকাতে তারা নির্বাচন কমিশনের সঙ্গে জোট বাঁধছে। নির্বাচনের সময় ভোটাররা গুগল সার্চ করলেই ভোট সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য একেবারে হাতের মুঠোয় পেয়ে যাবেন।

টেক জয়েন্ট গুগল জানিয়েছে ভোটের সময় ভুয়ো খবর আটকাতে তারা এআই বা কৃত্রিম মেধা প্রযুক্তি ব্যবহার করা হবে। একইসঙ্গে, ভোটের সময় নির্বাচন সংক্রান্ত বিজ্ঞাপন নিয়েও কঠোর নীতি অবলম্বন করবে বলে জানিয়েছে গুগল। ভোটের সময় ভুয়ো খবর আটকাতে ফ্যাক্ট চেক করার জন্য ইন্ডিয়া ইলেকশন ফ্যাক্ট চেকিং কালেক্টিভ (শক্তি)-কে স্পন্সর করেছে গুগল।

অনলাইনে ভুয়ো খবর আটকাতে বিশেষ করে ডিপফেকের প্রয়োগ আটকাতে বিশেষ উদ্যোগ নেবে বলে জানিয়েছে গুগল। গুগলের তরফে সোশ্যাল মিডিয়া পোস্টে বলা হয়েছে, নির্বাচন সংক্রান্ত তথ্য ইউটিউবে থাকবে। কীভাবে ভোটের জন্য রেজিস্ট্রার করতে হবে, প্রার্থীদের তথ্য সব থাকবে ইউটিউবে। ইউটিউবে বিদ্বেষমূলক মন্তব্য আটকাতে বিশেষ ব্যবস্থা নিচ্ছে গুগল। ২৪x৭ সব ভারতীয় ভাষায় তথ্য জোগানোর জন্য গুগলের নির্দিষ্ট টিম কাজ করে চলেছে। নির্বাচন সংক্রান্ত তথ্য দেবে গুগলের এআই চ্যাটবট জেমিনি।

Related Articles