গুগল বিপর্যয় ! আমেরিকা ও ব্রিটেনে, কাজ করছে না গুগল ইঞ্জিন, থমকে গেল পরিষেবা
Google disaster ! in America and Britain, Google engine not working, services stopped

The Truth Of bengal: গুগলের দৌলতে বিশ্ব আজ হাতের মুঠোয়। বিশ্বের যেকোনো বিষয়ে তথ্য জানতে ভরসা গুগল। সেই google চরম বিপর্যয়ের মুখে। আমেরিকা ও ব্রিটেনে গুগল বিপর্যয়ের জেরে গ্রাহকরা চরম বিপাকে পড়েছেন। আমেরিকার একাধিক অঞ্চলে এরর দেওয়া শুরু করেছে গুগলে।
কোন বিষয়ে তথ্য জানার জন্য সার্চ করে পাওয়া যাচ্ছে না তথ্য। গুগলের চাকা যেন ঘুরে চলেছে! আমেরিকার নিউইয়র্ক, ডেনভার, কলরোডা, সিটলের মতো শহরে লক্ষ লক্ষ google গ্রাহক চরম সমস্যা সম্মুখীন হয়েছেন। ১৪০০ গ্রাহক এর কাছ থেকে ইতিমধ্যেই এমন অভিযোগ উঠে এসেছে। তারা google ব্যবহার করতে গিয়ে দেখছেন কোন কাজই করছে না। একই সমস্যার সম্মুখীন বৃটেনের একাধিক অঞ্চলের গ্রাহকরা। ইতিমধ্যেই ৩০০-র বেশি গ্রাহক এমন অভিযোগ সামনে এনেছেন। গুল ইঞ্জিন থমকে গেলেও জি-মেইল, ইউটিউব, গুগল ম্যাপ স্বাভাবিক আছে বলেই জানা গিয়েছে। হঠাৎ করে কেন এই বিপর্যয়? কেন থমকে গেল গুগলের পরিষেবা? এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেনি ওই সংস্থা।
সূত্রের খবর বিশেষজ্ঞ ইঞ্জিনিয়াররা এই বিপর্যয়ের কারণ অনুসন্ধান করছেন। বোঝার চেষ্টা করছেন নির্দিষ্ট কিছু এলাকাতেই এই সমস্যা নাকি গোটা বিশ্বে। বিশ্বের কোটি কোটি গুগল ব্যবহারকারী আৎকে উঠছেন এই সমস্যার কথা শুনে। কারণ বর্তমান জীবনযাত্রায় গুগল ব্যবহার নিত্য সঙ্গী আমজনতার। কর্মক্ষেত্র থেকে লেখাপড়া বা অফিসের কাজ সব ক্ষেত্রেই এর প্রয়োজনীয়তা অনস্বীকার্য। সেই google যদি বিশ্বব্যাপী থমকে যায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হবে। এই বিপর্যয় কিভাবে কখন কেটে ওঠে এখন সেদিকেই তাকিয়ে বিশ্বের কোটি কোটি গুগল ব্যবহারকারীরা।