
The Truth of Bengal,Mou Basu: ওপেনআই সংস্থা ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে চ্যাটGPT ”চ্যাট উইথ ভয়েজ’ নামে নতুন ফিচার চালু করেছে। যে সব চ্যাটGPT ব্যবহারকারী পেইড ChatGPT plus ফিচার নেননি তাঁরাও নতুন চ্যাটgpt ফিচার অ্যাকসেস করতে পারবেন ও চ্যাটবটের সঙ্গে সম্পূর্ণ কথোপকথন যুক্ত করতে পারবেন।
কী এই চ্যাটGPT-র ভয়েস চ্যাট ফিচার?
ভয়েস চ্যাটGPT ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা কথাবার্তার মাধ্যমে চ্যাটgpt ব্যবহার করতে পারবেন। কথোপকথন আরও বেশি করে স্বাভাবিক ও ইন্টারঅ্যাক্টিভ হয়ে উঠবে। লিখে লিখে টাইপ করার বদলে ব্যবহারকারীরা মুখে বলেই চ্যাটgpt এর কাছে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবেন। চ্যাটgptও মুখেই প্রশ্নের জবাব দেবে।
অ্যান্ড্রয়েড ফোন ও আইফোনে চ্যাটgpt মোবাইল অ্যাপে এই ফিচার পাওয়া যাবে। গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোরে এই অ্যাপ মিলবে। সহজেই ডাউনলোড করা যাবে। আগে থেকে অ্যাপ ডাউনলোড করা থাকলে লেটেস্ট ভার্সন আপডেট করতে হবে। ভয়েস চ্যাট অ্যাক্টিভেট করে নিয়ে চ্যাট বক্সে থাকা নতুন হেডফোন আইকনে ট্যাপ করুন। স্ক্রিনে আসা নির্দেশিকা সম্পূর্ণ করুন। সেট আপ হয়ে গেলে আবার আইকনে ট্যাপ করে কথা বলে চ্যাটgpt এর ভয়েস চ্যাট ফিচার ব্যবহার করুন।
কী কী সুবিধা মিলবে ভয়েস চ্যাটে—
১) হাতে লিখতে হবে না। মুখে বলে চ্যাট করা যাবে।
২) কোন ভাষায় কথা বলা হচ্ছে তা সহজেই চিহ্নিত করতে পারবে চ্যাটgpt ভয়েস চ্যাট ফিচার।