
The Truth of Bengal: প্রযুক্তির উদ্ভাবনের ক্ষেত্রে বিশেষ করে রোবট তৈরি করে গোটা বিশ্বে প্রায়শই তাক লাগিয়ে দেয় জাপান। অভিনব ডিজাইনের ফ্লায়িং রোবট তৈরি করে এবারও নজর কাড়লেন জাপানের একদল বিজ্ঞানী। জাপানের তোহুকু বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী তৈরি করেছেন অভিনব ডিজাইনের ফ্লায়িং ড্রাগন রোবট। আগুন নেভানোর কাজে ব্যবহার করা হয় এই রোবট। ড্রাগন ফায়ার ফাইটার বা ফ্লায়িং ড্রাগন রোবটের সঙ্গে ৮টা ওয়াটার জেট আর থার্মাল ক্যামেরা থাকবে যা আগুন নেভাতে সহায়তা করবে।
তোহুকু বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের তৈরি এই ফ্লায়িং ড্রাগন রোবট দুর্গম এলাকায় বিশেষ করে ঘিঞ্জি অঞ্চলে যেখানে আগুন নেভানো দমকলকর্মীদের পক্ষে চরম অসুবিধার সেখানেই ব্যবহার করা যাবে। ২০১৬ সাল থেকে ফ্লায়িং ড্রাগন রোবট তৈরির কাজ শুরু করে তোহুকু বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী সাতোশি তাদোকোরোর নেতৃত্বে একটি গবেষক দল। দমকলকর্মীদের পরামর্শমতোই এই ফ্লায়িং ড্রাগন রোবট তৈরি করেছেন বিজ্ঞানীরা। ৪ মিটার লম্বা এই রোবট রিমোট কন্ট্রোল দ্বারা পরিচালিত।
মাটি থেকে ওড়ার সময় এই রোবট মাথায় লাগানো ৮টি ওয়াটার জেটকে এনার্জির সোর্স হিসাবে ব্যবহার করে। রোবটের নীচের দিকে চাকা লাগানো কার্ট আছে। সেখানেই আছে কন্ট্রোল ইউনিট যা রোবটকে চালাতে সাহায্য করবে। ট্রলির সঙ্গে যুক্ত ফায়ার ইঞ্জিন। ১৪ হাজা লিটার জল ধরবে একটা জলাধারও রয়েছে। কোন জায়গায় আগুন জ্বলছে তার নির্দিষ্ট লোকেশন বুঝতে রোবটে লাগানো টিউবের মাথায় রয়েছে সাধারণ ক্যামেরা ও থার্মাল ক্যামেরাও।