প্রযুক্তি
এআই প্রযুক্তির ছোঁয়ায় জীবন্ত বিভিন্ন ব্র্যান্ডের মুখ, দেখুন ভিডিয়ো
Faces of various brands come alive with the touch of AI technology

Truth Of Bengal: এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ছোঁয়ায় এখন জীবন্ত হয়ে উঠেছে বিভিন্ন জনপ্রিয় পণ্যের ব্রান্ডের মুখ। সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে একটি এআই ভিডিও।
View this post on Instagram
ওই ভিডিওতে দেখা যাচ্ছে হেঁটে চলে বেড়াচ্ছে এই ব্র্যান্ডগুলির পরিচিত মুখগুলি। আমূলের মেয়েটিকে দেখা যাচ্ছে মাখন খেতে, পার্লেজির মেয়েটিকে দেখা যাচ্ছে হাত তোলা ভঙ্গিতে। আবার নির্মার মেয়েটিকে দেখা যাচ্ছে হাসতে।
এছাড়াও, এয়ার ইন্ডিয়ার পুরনো ম্যাসকটকে দেখা গেছে ওই ভিডিওতে। চিপসের প্যাকেটের বাঘকে জীবন্ত হয়ে উঠতেও দেখা গেছে। শৈশবের চরিত্রদের এমন ভাবে জীবন্ত হয়ে উঠতে দেখে রীতিমতো আপ্লুত নেটিজেনরাও।