স্পোর্টি ও স্লিক ডিজাইনের বৈদ্যুতিক স্কুটার আনল কলকাতার সংস্থা
Electric scooters with sporty and sleek designs are Kolkata company

The Truth Of Bengal, Mou Basu: টু হুইলারপ্রেমীদের জন্য সুখবর। কলকাতার ইলেকট্রিক টু-হুইলার কোম্পানি ই-ওয়েন্ট (E-Went) পরিবেশবান্ধব ব্যাটারি স্কুটার লঞ্চ করেছে। স্পোর্টি ও স্লিক স্টাইলের নতুন মডেলটির নাম Lightning। দাম ১.১৫ লাখ টাকা (এক্স-শোরুম)।
পশ্চিমবঙ্গের পাশাপাশি ওড়িশা, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, বিহারেও পাওয়া যাবে এই E-Went Lightning ব্যাটারিচালিত স্কুটার। এতে রয়েছে ডুয়েল পোর্টেবল ব্যাটারি। এগুলি রিমুভেবল অর্থাৎ খুলে চার্জে দেওয়া যাবে। এছাড়াও ওয়েন্ট লাইটনিং মডেলে রয়েছে হাইড্রোলিক শকার। আছে ৩.৪ কিলোওয়াট আওয়ার ডুয়েল পোর্টেবল ব্যাটারি। যেখানে খুশি এগুলি খুলে চার্জে দেওয়া যাবে।
এছাড়া রাতের অন্ধকারে ভালো ভাবে যাতে দেখা যায় তার জন্য আছে প্রোজেক্টর হেডল্যাম্প। রয়েছে রিমোট লক/আনলকের সুবিধাও। ই-ওয়েন্ট লাইটনিং স্কুটারে একটি ৩ কিলোওয়াট হাব মোটর, কম্বি ব্রেকিং সিস্টেম, এলইডি টেল লাইট, ইতালিয়ান লেদার সিট রয়েছে। ফুল চার্জে এই ইলেকট্রিক স্কুটার ১৩০ কিলোমিটার পর্যন্ত যেতে পারে বলে দাবি সংস্থার।