
Truth Of Bengal : AI এর ব্যবহার দিন দিন যেন বেড়েই চলেছে। দিন যত এগোচ্ছে মানুষের কর্মস্থল দখল করছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তবে, এটা যেমন একদিকে সুবিধা হচ্ছে অন্যদিকে অসুবিধাও রয়েছে। কোথাও এআইকে কাজে লাগিয়ে নানান কঠিন থেকে কঠিনতম সমস্যার সমাধান মিলেছে। কিন্তু অন্যদিকে এআই হয়ে উঠছে মানুষের জন্য ক্ষতিকর। তবে আজ দিপিন্দর গোয়েল নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করেছেন।
At Zomato, we use various forms of AI, to make our workflows efficient.
However, one place where we strongly discourage the use of AI is images for dishes in restaurant menus. AI-generated food/dish images are misleading, and we have received numerous customer complaints on this… pic.twitter.com/XXgSDGr6Aj
— Deepinder Goyal (@deepigoyal) August 18, 2024
তাতে তিনি ক্যাপশনের লিখেছেন, Zomato এর ক্রিয়াকলাপ গুলিতে যেন এ আই এর ব্যবহার বৃদ্ধি করা হয়। কর্ম প্রবাহকে দক্ষ করে তুলতে এআই-এর ব্যবহার করা হলেও তিনি বিশেষভাবে জোর দিয়েছেন রেস্তোরাঁ মেনুতে খাবারের জন্য এআই দ্বারা তৈরি চিত্রগুলিকে না উল্লেখ করতে। এর কারণ হিসেবে তিনি জানান, AI-তে জেনারেট করা ছবিগুলি প্রায়শই বিভ্রান্তিকর হয়। যার কারনে মানুষের মধ্যে অবিশ্বাস বাসা বাধে।
যা পরবর্তীকালে হাই রিফান্ড এবং কম রেটিংসহ অনেক গ্রাহকদের অভিযোগের দিকে পরিচালিত হয়। Zomato রেস্তোরাঁর অংশীদারদের এআই জেনারেটেড Dish-এর ছবি ব্যবহার করতে না বলা হয়েছে। এছাড়াও মাস শেষ হওয়ার আগে মেনু থেকে ওই খাবার গুলির ছবি সরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করেছেন তিনি। রেস্তোরাঁর মালিকদের আসল খাবারের ছবি তোলার জন্য ফটোগ্রাফিতে বিনিয়োগ করতে উপদেশ দিয়েছেন। এই কাজের সহায়তার জন্য Zomato এর ক্যাটালগ সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করতে এবং তাদের মেনু উপস্থাপনার সত্যতা নিশ্চিত করতে [email protected]এ ফটোশুটের সময় নির্ধারণ করতে জানিয়েছেন তিনি।