দেশপ্রযুক্তি

সাইবার হানা ব্যাঙ্কিং পরিষেবায়, গ্রামীণ ও সমবায় ব্যাঙ্কের ওপর আঘাত, অনলাইন লেনদেন কার্যত বন্ধ

Cyber ​​attack on banking services, hitting rural and cooperative banks, virtually halting online transactions

The Truth of Bengal : সাইবার হানায় বিপর্যস্ত ব্যাঙ্কিং পরিষেবা।  Ransomware ভারতীয় ব্যাঙ্কিং প্রযুক্তি সিস্টেম গুলির উপর আঘাত হানছে। এর ফলে  গ্রামীণ ও সমবায়  ব্যাঙ্ক পরিষেবা বিপর্যস্ত হচ্ছে। ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক ব্যাঙ্ক। এখনও পর্যন্ত Ransomware শিকার হয়েছে দেশের ৩০০টির মত ব্যাঙ্ক। বিশেষজ্ঞরা বলছেন, ব্যাঙ্কের প্রযুক্তি সিস্টেম গুলির একটি গুরুত্বপূর্ণ অংশ সিএজ টেকনোলজির উপর এই সাইবার হানা। এর ফলে পেমেন্ট সিস্টেম  হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা।

যেভাবে একের পর এক ব্যাঙ্কে Ransomware attack করেছে  তাতে করে পেমেন্ট সিস্টেম নিরাপত্তাহীনতার মুখে। এই পরিস্থিতিতে হস্তক্ষেপ করতে হয়েছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া বা NPCI-কে। ইতিমধ্যে খুচরো পেমেন্ট সিস্টেম অ্যাকসেস থেকে সিএজ টেকনোলজিকে বিচ্ছিন্ন করা হয়েছে। C-Edge দ্বারা পরিষেবা প্রদান করা ব্যাঙ্ক গুলির গ্রাহকরা এর প্রভাবে অনলাইন লেনদেনের ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হয়েছেন।

NPCI সূত্রে জানা গিয়েছে যেসব ব্যাঙ্ক এর ফলে নিরাপত্তাহীনতার মুখে পড়েছে তার মধ্যে উল্লেখযোগ্য দেশের সমবায় ও  গ্রামীণ ব্যাঙ্কগুলি। মোট লেনদেনের ০.৫% এর দ্বারা প্রভাবিত হয়েছে বলে বিশেষজ্ঞ সূত্রে খবর। ইতিমধ্যে কত ব্যাঙ্ক এর দ্বারা প্রভাবিত হয়েছে তার অডিট রিপোর্ট তৈরি করা হচ্ছে। তবে এই নিয়ে এখনও পর্যন্ত সরকারিভাবে কোন তথ্য জানানো হয়নি।

Related Articles