বিশ্বের প্রথম 10G Broadband Network আনল চিন
China launches world's first 10G broadband network

Truth Of Bengal: হাই স্পিড ইন্টারনেট পরিষেবা প্রদান করার ক্ষেত্রে নতুন ইতিহাস গড়ল পড়শি দেশ চিন। ২০ এপ্রিল চিনে প্রথমবার 10G ব্রডব্যান্ড নেটওয়ার্ক চালু করা হয়েছে। চিনের হেবেই প্রদেশের সুনাম কান্ট্রিতে চালু হয়েছে এই ব্রডব্যান্ড নেটওয়ার্ক পরিষেবা। সূত্রের খবর, Huawei এবং China Unicom –এর যৌথ উদ্যোগে এই পরিষেবাটি লঞ্চ করা হয়েছে। নয়া ইন্টারনেট পরিষেবা চালু করার মাধ্যমে চিন, সংযুক্ত আরব আমিরশাহী (UAE) এবং কাতারের মতো দেশের কমার্শিয়াল ব্রডব্যান্ড স্পিড কে ছাড়িয়ে গেল।
১০ জি ব্রডব্যান্ড নেটওয়ার্কের মাধ্যমে দুর্দান্ত ইন্টারনেট স্পিড পাওয়া যাবে। 1 Gbps কানেকশনে একটি পূর্ণ দৈর্ঘ্যর 4K সিনেমা যেটির সাইজ প্রায় 20 GB, ডাউনলোড করতে সময় লাগে সাধারণভাবে 7 থেকে 10 মিনিট। এই নতুন 10G ব্রডব্যান্ড নেটওয়ার্কটির মাধ্যমে একই সাইজের 4K পূর্ণ দৈর্ঘ্যর সিনেমা 20 সেকেন্ডেরও কম সময়ে ডাউনলোড করা সম্ভব।
50G প্যাসিভ অপটিক্যাল নেটওয়ার্ক (PON) টেকনোলজি এই 10G নেটওয়ার্ক পরিষেবা দেওয়া হবে। এই 10G ব্রডব্যান্ড নেটওয়ার্ক পরিষেবার মাধ্যমে সংস্থাগুলির লক্ষ্য সর্বোচ্চ 9,834 Mbps পর্যন্ত ডাউনলোড স্পিডের পরিষেবা প্রদান করা। একইসঙ্গে 1,008 Mpbs আপলোড স্পিডের সুবিধা দেওয়া পাশাপাশি সর্বনিম্ন 3 মিলিসেকেন্ড পর্যন্ত লেটেন্সির সুবিধা দেওয়া।