প্রযুক্তি

স্মার্টওয়াচেও ক্যানসারের ঝুঁকি? স্মার্টওয়াচে মিলল ক্যানসার সৃষ্টিকারী ‘ফরএভার কেমিক্যাল’

Cancer risk in smartwatches too? Cancer-causing 'Forever Chemical' found in smartwatches

Truth Of Bengal :

মৌ বসু

স্মার্টফোনের পাশাপাশি আজকাল স্মার্টওয়াচও আধুনিক জীবনযাপনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। আজকাল অনেকের হাতেই শোভা পায় নানান রকম গ্যাজেট প্রস্তুতকারক সংস্থার তৈরি অত্যাধুনিক প্রযুক্তির স্মার্টওয়াচ। এদিকে বিভিন্ন নামজাদা সংস্থার স্মার্টওয়াচে মিলেছে অত্যাধিক মাত্রায় ক্যানসার সৃষ্টিকারী পিএফএ বা Perfluoroalkyls বা ফরএভার কেমিক্যাল। আমেরিকার নত্র দাম বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি অ্যান্ড বায়োকেমিস্ট্রি ও ডিপার্টমেন্ট অফ ফিজিক্স অ্যান্ড অ্যাস্ট্রোনমি বিভাগের তরফে গবেষণা চালানো হয়। ‘Presence of Perfluorohexanoic Acid in 4 fluoroelastomer Watch Band’ শীর্ষক গবেষণাপত্র প্রকাশিত হয়েছে Environmental Science & Technology Letters  নামক জার্নালে।

ক্ষতিকারক রাসায়নিক পিএফএ বা Perfluoroalkylsকে ফরএভার কেমিক্যাল বলা হয় কারণ তা বহু বছর ধরে পরিবেশে থাকলেও নষ্ট হয় না উল্টে পরিবেশ দূষণ সৃষ্টি করে। গবেষণায় বলা হয়েছে, আমেরিকার বাজার থেকে ২২টি একেবারে নতুন স্মার্টওয়াচ কিনে ব্যবহার করা হয়েছে। এরমধ্যে রয়েছে অ্যাপল, নাইকে, ক্যাস্টিফাই, ফিটবিট, গুগল, কিং অফ কিংস, মোডাল, স্যামসং, টাইহেসেন, ভ্যানজুয়া প্রভৃতি বিভিন্ন নামজাদা সংস্থার স্মার্টওয়াচ। স্মার্টওয়াচে থাকা পিএফএ বা Perfluoroalkyls বা ফরএভার কেমিক্যালের মাত্রা মাপতে গবেষকরা লিকুইড ক্রোম্যাটোগ্রাফি-ট্যান্ডেম মাস স্পেকট্রোমেট্রি ও টোটাল অক্সিডাইজেবল প্রিকারসর পদ্ধতি ব্যবহার করেন। ২২টির মধ্যে ৯টি স্মার্টওয়াচে গবেষকরা উচ্চ মাত্রায় ফরএভার কেমিক্যাল বিশেষ করে PFHxA পেয়েছেন। বাকি ১৫টি স্মার্টওয়াচেও ফরএভার কেমিক্যালের উপস্থিতি টের পেয়েছেন। ফরএভার কেমিক্যাল শরীরে ঢুকলে হরমোনের সমস্যা, সন্তানধারণে সমস্যা, অন্তঃসত্ত্বা মহিলাদের উচ্চ রক্তচাপের সমস্যা, কিডনি ও টেস্টিকিউলার ক্যানসার হওয়ার আশঙ্কা বাড়িয়ে তোলে। রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। টেফলন কোটেড ননস্টিক প্যান, ফাস্ট ফুড র্যাপার, মাইক্রো ওয়েভ ব্যাগ, কার্পেট, অগ্নিনির্বাপক ফোম, ফাউন্ডেশন আর মাসকারার মতো কসমেটিকসেও পাওয়া যায় ফরএভার কেমিক্যাল। গবেষকদের দাবি স্মার্টওয়াচে যে সিনথেটিক রবার ব্যান্ড ব্যবহার করা হচ্ছে তাতে থাকছে ফরএভার কেমিক্যাল।

এবারই প্রথম নয়, এর আগে ২০২৩ সালের আগস্টে প্রকাশিত একটি গবেষণায় দেখা যায়, অ্যাপল ও ফিটবিটের স্মার্টওয়াচে জ্বর, ডায়রিয়া সৃষ্টিকারী ক্ষতিকর ব্যাক্টেরিয়া আছে। এসব ব্যাক্টেরিয়া শরীরে ঢুকে রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। আমেরিকার ফ্লোরিডা অ্যাটলান্টিক বিশ্ববিদ্যালয়ের গবেষকরা স্মার্টওয়াচের প্লাস্টিক, রবার, চামড়া, কাপড় ও ধাতুর রিস্টব্যান্ডে কোন রকমের ব্যাক্টেরিয়া বাসা বাঁধতে পারে তা নিয়ে গবেষণা চালান। তাতে দেখা গেছে, ৯৫% রিস্টব্যান্ডে ব্যাক্টেরিয়া আছে। প্লাস্টিক ও রবারের রিস্টব্যান্ডে সবচেয়ে বেশি ব্যাক্টেরিয়া আছে। ধাতুর তৈরি রিস্টব্যান্ডে কোনো ব্যাক্টেরিয়া থাকে না।

Related Articles