
The Truth of Bengal,Mou Basu: বৈদ্যুতিক গ্যাজেটস তৈরির ব্র্যান্ড Boat নতুন স্মার্টওয়াচ Boat Lunar Pro LTE বাজারে আনছে।এতে থাকবে বিল্ট-ইন ই-সিম কানেক্টিভিটি। তাছাড়া ঘড়িটিতে একাধিক স্পোর্টস মোড এবং হেলথ ফিচার সাপোর্ট করবে। একবার চার্জে ওয়্যারেবলটি ৫ দিন পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে পারবে। তবে ভারতের বাজারে Boat Lunar Pro LTE স্মার্টওয়াচটি কবে থেকে কিনতে পাওয়া যাবে এবং এর দাম কত থাকবে তা এখনো পর্যন্ত সংস্থার তরফে জানানো হয়নি।
স্মার্টওয়াচটিতে ই- সিম কানেক্টিভিটি উপলব্ধ। তাই স্মার্টফোন ছাড়াই ঘড়িটির মাধ্যমে ফোন কল ধরতে এবং মেসেজ করা যাবে।
আবার এতে ব্লুটুথ কলিং ফিচারও সাপোর্ট করবে। অন্যদিকে, হেলথ ফিচার হিসেবে নয়া ওয়্যারেবলে হার্ট রেট ট্র্যাকার, SpO2 মনিটর, মেন্সট্রুয়াল সাইকেল ট্র্যাকার, স্লিপ প্যাটার্ন ট্র্যাকার থাকবে। Boat Lunar Pro LTE স্মার্টওয়াচটি ১.৩৯ ইঞ্চি গোলাকৃতির অলওয়েজ অন অ্যামোলেড ডিসপ্লে সহ এসেছে। তাছাড়া এর ডান পাশে থাকা দু’টি বোতামের মাধ্যমে সহজেই ঘড়িটিকে নিয়ন্ত্রণ করা যাবে। এছাড়াও স্মার্টওয়াচে থাকবে একাধিক ওয়াচফেস। এতে পাওয়া যাবে ১০০টিরও বেশি স্পোর্টস মোডের সুবিধা।
ঘড়িটি ইনবিল্ট জিপিএস সাপোর্ট থাকার কারণে সহজেই ব্যবহারকারীর লোকেশন ট্র্যাক করা সম্ভব।Boat Lunar Pro LTE স্মার্টওয়াচে পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হয়েছে ৫৭৭ এমএএইচ ব্যাটারি। যা একবার চার্জে ৫ দিন পর্যন্ত পাওয়ার সরবরাহ করতে সক্ষম। এছাড়াও স্মার্টওয়াচটিতে কুইক ডায়াল প্যাড, ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট, সিডেন্টারি অ্যালার্ট, ক্যামেরা ও মিউজিক কন্ট্রোল, ওয়েদার, অ্যালার্ম, কাউন্ট ডাউন, স্টপওয়াচ, ডু নট ডিস্টার্ব এবং ফাইন্ড মাই ফোন ফিচার থাকবে। জল এবং ধুলোবালি থেকে সুরক্ষা দেওয়ার জন্য স্মার্টওয়াচটিতে IP68 রেটিং-এর সুবিধা থাকবে।