
The Truth of Bengal,Mou Basu: প্রযুক্তি যেমন একদিকে মানুষকে যান্ত্রিক করে তুলেছে তেমনই প্রযুক্তিই আবার জীবনও রক্ষা করছে। মানবজীবনের অবিচ্ছেদ্য অঙ্গ হল নানান রকমের অত্যাধুনিক কেতাদুরস্ত স্মার্ট গ্যাজেটস। তারই অন্যতম হল স্মার্ট ওয়াচ যা আজ নানান বয়সী মানুষের হাতেই শোভা পায়। অ্যাপল সংস্থার তৈরি স্মার্ট ওয়াচের সাহায্যে প্রাণ বেঁচেছে বছর চল্লিশের আমেরিকার এক যুবকের।জোশ ফারমান নামে ওই যুবক জানান, তিনি টাইপ ওয়ান ডায়াবেটিসে আক্রান্ত। তাঁর অ্যাপল ওয়াচে এমারজেন্সি কনট্যাক্ট সেট করা আছে। জরুরি ভিত্তিতে কাদের যোগাযোগ করতে হবে তা সেট করা ছিল স্মার্ট ওয়াচে। স্মার্ট ওয়াচের সাহায্যে তিনি অসুস্থ হয়ে পড়লে সঙ্গে সঙ্গে খবর চলে যায় যুবকের মা আর ডাক্তারদের কাছে।
সময়মতো হাসপাতালে ভর্তি করানো সম্ভব হয় যার ফলে প্রাণে বেঁচে যান ওই যুবক।জোশ ফারমান নামে ওই যুবক আরো জানান, যখনই রক্তে ইনসুলিনের মাত্রা কমে যায় তখনই তাঁর ইনসুলিন পাম্প সতর্ক করে দেয়। অ্যালার্ম বেজে ওঠে। কিন্তু সম্প্রতি রক্তে ইনসুলিনের মাত্রা হঠাৎ করে এতটাই কমে গিয়েছিল যে তিনি অজ্ঞান হয়ে যান। বাড়িতে তখন তিনি একাই ছিলেন। পড়ে গিয়ে মাটিতে মাথা ঠুকে যায়। কতক্ষণ এরকম ভাবে পড়ে ছিলেন তা তিনি জানেন না বলে জানান জোশ। জ্ঞান ফিরলে তিনি দেখেন তাঁর অ্যাপল স্মার্ট ওয়াচ থেকে ৯১১ এমারজেন্সি নম্বরে ফোন করা হয়েছে।
কিন্তু তিনি কথা জড়িয়ে যায় বলে তিনি ডাক্তারদের সঙ্গে কথা বলতে পারেননি। ডাক্তাররা অ্যাপল ওয়াচে থাকা জিপিএসের মাধ্যমে জোশের লোকেশন ট্র্যাক করতে পারেন। অ্যাপল স্মার্ট ওয়াচের সাহায্যে ডাক্তাররা জোশের মায়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তিনিই ছেলের শারীরিক সমস্যার কথা জানান ডাক্তারের। এবারই প্রথম নয়। এর আগে আগস্টেও মার্কিন যুক্তরাষ্ট্রের এক ব্যক্তির হৃদযন্ত্রের সমস্যার কথা জানা যায় অ্যাপল ওয়াচের কার্ডিও ফিটনেস নোটিফিকেশন মারফত।
Free Access