অ্যান্ড্রয়েড থেকে আইফোন, কীভাবে ট্রান্সফার করবেন পুরোনো হোয়াটসঅ্যাপ চ্যাট
Android to iPhone, How to Transfer Old WhatsApp Chats

Truth Of Bengal: আগে আপনার কাছে ছিল পুরোনো অ্যান্ড্রয়েড ফোন। এখন নতুন অত্যাধুনিক আইফোন কিনেছেন। এবার ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ নিয়ে ঝামেলায় পড়েছেন। পুরোনো মোবাইলে হোয়াটসঅ্যাপ চ্যাট কীভাবে সহজে নতুন আইফোনে সহজে ট্রান্সফার করবেন?
পুরোনো হোয়াটসঅ্যাপ চ্যাট না মুছেই যাতে তা সহজে নতুন ফোনে ট্রান্সফার করা যায় তার জন্য উপযুক্ত ব্যবস্থা নিয়েছে মেটা কর্তৃপক্ষ।
কীভাবে হোয়াটসঅ্যাপ চ্যাট অ্যান্ড্রয়েড ফোন থেকে আইফোনে ট্রান্সফার করবেন?
১) অ্যান্ড্রয়েড ফোনে Move to iOS অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন। অ্যাপ ডাউনলোড হওয়ার পর অনস্ক্রিন নির্দেশ অনুসরণ করুন যতক্ষণ না পর্যন্ত কোড এন্ট্রি স্ক্রিনে ঢুকছেন।
২) নিজের নতুন আইফোনে সেট আপ প্রসেস শুরু করুন যতক্ষণ না পর্যন্ত আপনি Apps & Data স্ক্রিনে পৌঁছোচ্ছেন। নির্দিষ্ট স্ক্রিন খুলে গেলে মুভ ডেটা ফ্রম অ্যান্ড্রয়েড অপশন বেছে নিন। আইফোনের স্ক্রিনে একটা কোড আসবে সেটা অ্যান্ড্রয়েড ফোনের Move to iOS অ্যাপের স্ক্রিনে টাইপ করুন।
৩) কোড লেখার পর continue অপশনে ট্যাপ করুন। নির্দিষ্ট নির্দেশ মেনে চলুন। হোয়াটসঅ্যাপ অপশন বেছে নিন। অ্যান্ড্রয়েড ফোনে get started অপশন বেছে নিন। হোয়াটসঅ্যাপের চ্যাট এক্সপোর্ট হতে থাকবে। এটা শেষ হলে Move to iOS অ্যাপে ফিরে যেতে next অপশন বেছে নিন।
৪) অ্যান্ড্রয়েড ফোন থেকে সমস্ত তথ্য আইফোনে ট্রান্সফার হয়ে গেলে আইফোনে হোয়াটসঅ্যাপ খুলে রেজিস্টার্ড নম্বর থেকে লগ ইন করে Start অপশন ট্যাপ করুন। ট্রান্সফার প্রক্রিয়া শেষ হলে আইফোনে হোয়াটসঅ্যাপ চ্যাট চলে আসবে।