৪জি কলিং সাপোর্টযুক্ত শিশুদের জন্য স্মার্টওয়াচ আনল boAt
Android smartwatch for kids with 4G calling support

Truth Of Bengal: বড়োদের পাশাপাশি এবার ছোটোদের জন্যও boAt wanderer Smart Kids স্মার্টওয়াচ আনল। এই বিশেষ রকমের স্মার্টওয়াচে থাকবে রিয়েল টাইম জিপিএস ট্র্যাকিং, জিও ফেন্সিং, ভয়েজ ও ভিডিও কলিংয়ের সুবিধা। এসওএস অ্যালার্টের সুবিধাও আছে।
ক্যান্ডি পিঙ্ক, সানশাইন ইয়োলো, স্কাই ব্লু রঙে পাওয়া যাবে এই স্মার্টওয়াচ। দাম পড়বে ৫,৯৯৯ টাকা। boAt এর অফিশিয়াল ওয়েবসাইট ছাড়াও অ্যামাজন ও ফ্লিপকার্টের মাধ্যমে কেনাকাটা করা যাবে। স্মার্টওয়াচে থাকবে ১.৪ ইঞ্চি এইচডি ডিসপ্লে ও ৪জি সিম কার্ডের সংযোগ। রিয়েল টাইম টেক্সট ও ভয়েজ মেসেজিংয়ের সুবিধা।
ছোটোদের মনঃসংযোগে যাতে কোনো বিঘ্ন না ঘটে তার জন্য এটায় থাকবে অ্যাক্টিভেট স্টাডি মোডের সাপোর্ট। রিমোট ক্যামেরা ও ভয়েজ মনিটরিংয়ের সাহায্যে চারপাশের দিকেও দূরে থেকেও নজর রাখতে পারবেন অভিভাবকরা। স্মার্টওয়াচে আননোন কল রেস্ট্রিকশন ও অটো আনসার ফিচারের মাধ্যমে অবাঞ্ছিত ফোন কল এড়ানো যায়।
জল, ঘাম, ধুলোবালি থেকে রক্ষা দিতে স্মার্টওয়াচে আইপি৬৮ রেটিং আছে। এতে শক্তিশালী ব্যাটারি রয়েছে যা একবার চার্জে একটানা ২ দিন চলবে।