প্রযুক্তি

ভিপিএন অ্যাপ নিরাপদ কিনা জানতে পারবেন অ্যান্ড্রয়েড স্মার্টফোনের গ্রাহকরা

VPN app

The Truth of Bengal,Mou Basu:আধুনিক কেতাদুরস্ত স্মার্ট জীবনযাপনের অবিচ্ছেদ্য অঙ্গ হল স্মার্টফোন। হাতের মুঠোয় গোটা দুনিয়াই হাজির স্মার্টফোনের দৌলতে। কিন্তু একইসঙ্গে দিনকে দিন বাড়ছে সাইবার অপরাধ ও জালিয়াতির ঘটনাও। সে জন্য স্মার্টফোনে আমরা যখন নতুন কোনো অ্যাপস ডাউনলোড করব আমাদের আরো বেশি করে সচেতন থাকতে হবে। আমাদের সচেতন থাকতে হবে ওই সব ডাউনলোড করা অ্যাপ কতটা সুরক্ষিত আর এনক্রিপ্টেড কিনা সে বিষয়।

বিভিন্ন অপারেটিং সিস্টেমে বিভিন্ন যন্ত্রের সেফটি প্রসেস আলাদা আলাদা। ভিপিএন অ্যাপ ডাউনলোড করার আগে তা সুরক্ষিত কিনা জানতে অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য গুগল প্লে স্টোর নতুন ফিচার এনেছে।গুগল প্লে স্টোর থেকে নতুন ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএন অ্যাপস ডাউনলোড করার আগে এবার থেকে ব্যানার দেখা যাবে।গুগল জানিয়েছে, ওই ব্যানার দেখে গ্রাহকরা বুঝতে পারবে আদৌ অ্যাপটি নিরাপদ সুরক্ষিত কিনা।

এই ব্যানার দেখে গ্রাহকরা বুঝতে পারবেন সংশ্লিষ্ট অ্যাপটি ইন্ডিপেন্ডেন্ট অডিটের মধ্যে দিয়ে গেছে কিনা। ইন্ডিপেন্ডেন্ট সিক্যুরিটি ভ্যালিডেশন বা পরীক্ষায় পাশ করলে সেই অ্যাপের সঙ্গে লাগানো থাকবে ‘ইন্ডিপেন্ডেন্ট সিক্যুরিটি রিভিউ ব্যাজ’। ডেটা সেফটি সেকশনে গেলে এই ব্যাজ দেখা যাবে। লার্ন মোর সেকশনে গিয়ে অ্যাপ ভ্যালিডেশন ডিরেক্টরিতে গিয়ে অ্যাপ ডাউনলোড করার আগে আরো বিশদ তথ্য পাবেন গ্রাহকরা।

Related Articles