প্রযুক্তি

পথ দুর্ঘটনা রুখবে আইআইটির গবেষকদের তৈরি সঞ্জয়া ইন্টেলিজেন্স টুল

A group of researchers from The Center of Excellence for Road Safety, IIT Madras

The Truth of Bengal,Mou Basu: ভারতে পথ দুর্ঘটনায় প্রতি বছর প্রচুর মানুষের মৃত্যু ও গুরুতর জখম হওয়ার ঘটনা ঘটে। ২০২২ সালের কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রকের তথ্য অনুযায়ী ৬০% সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা ঘটেছে দেশের ৫% জাতীয় ও রাজ্য সড়কে। পথ দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় ৮৩.৪% এরই বয়স ১৮-৬০ বছরের মধ্যে। দুর্ঘটনায় অকাল মৃত্যুর সরাসরি প্রভাব শুধু মৃতদের পরিবারের ওপরই পড়ে না, একইসঙ্গে দেশের আর্থসামাজিক সমস্যাও তৈরি হয়।

এই পরিস্থিতিতে দুর্ঘটনা রুখতে নয়া যন্ত্র বানালেন আইআইটি মাদ্রাজের একদল গবেষক। হরিয়ানার সঞ্জয়াতে ইন্টেলিজেন্স প্লাটফর্ম বসিয়েছেন আইআইটি মাদ্রাজের দ্য সেন্টার অফ এক্সেলেন্স ফর রোড সেফটির একদল গবেষক। পুলিশ, প্রশাসন, হাসপাতাল কর্তৃপক্ষ এই যন্ত্রের সাহায্যে আগেভাগেই হাই ফ্রিকোয়েন্সি অ্যাক্সিডেন্ট জোন বা দুর্ঘটনাপ্রবণ জায়গা চিহ্নিত করে ফেলতে পারবে।

গবেষকদের দাবি, এই যন্ত্রের সাহায্যে আগেভাগে ব্ল্যাক স্পট চিহ্নিত করে দুর্ঘটনায় অকাল প্রাণহানির ঘটনা রোখা সম্ভব হবে। ওই যন্ত্রের মধ্যে আগে থেকেই সেট করে দেওয়া থাকবে হিটম্যাপ আর ট্রেন্ড প্যাটার্ন। এর মাধ্যমে কিলোমিটার অ্যানালিসিস, করিডর অ্যানালিসিস, ক্লাস্টার অ্যানালিসিস আর পয়েন্ট রেডিয়াস অ্যানালিসিস করা সম্ভব। দেশের বিভিন্ন প্রান্তে দুর্ঘটনাপ্রবণ জায়গা চিহ্নিত করা হবে আইআইটি মাদ্রাজের গবেষক দলের তৈরি যন্ত্রের সাহায্যে। একেবারে ম্যাপের সাহায্যে খুঁটিয়ে বিশ্লেষণ করা হবে।

Related Articles