প্রযুক্তিশিক্ষা
Trending

নেটওয়ার্ক না থাকলেও কীভাবে অ্যান্ড্রয়েড ও আইফোন থেকে করা যাবে ফোন

The Truth Of Bengal Desk, Mou Basu: বিভিন্ন কারণে কখনো কখনো ফোনে সেলুলার নেটওয়ার্ক পাওয়া যায় না। যার ফলে জরুরি পরিস্থিতি হলেও কল করতে পারা যায় না। তবে ওয়াইফাই কলিং (Wifi Calling) ফিচারটি ব্যবহার করে দরকারি ফোন কল করা সম্ভব। Apple iPhone এবং অ্যান্ড্রয়েড, উভয় ফোনেই ওয়াইফাই কলিং ফিচারটি পাবেন। সঠিক নেটওয়ার্ক কানেকশন না থাকলেও এই ফিচারের মাধ্যমে আপনি দরকারি সময়ও প্রয়োজনীয় কল করতে পারবেন। আসুন জেনে নেওয়া যাক কীভাবে আপনি আপনার স্মার্টফোনে ওয়াইফাই কলিং ফিচারটি ব্যবহার করবেন।

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা কীভাবে এই ফিচারটি ব্যবহার করবেন?
প্রথমে আপনাকে দেখে নিতে হবে যে, আপনার টেলিকম সংস্থা ওয়াইফাই কলিং ফিচার অফার করে কিনা। আর এর জন্য আপনি সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইট ভিজিট করে বা কাস্টমার কেয়ারে কল করে এটি জেনে নিতে পারেন।
আর তারপর আপনি নিজের ফোনের সেটিংসে যান এবং সেখানে কলিং বা ওয়াইফাই কলিং অপশনটি খুঁজুন।এবার কানেকশন বা নেটওয়ার্ক সেটিংস অপশনে যান। আর যদি আপনি ফোনের সেটিংসে এই অপশনটি খুঁজে না পান, তাহলে চিন্তা না করে ফোনের অ্যাপ সেটিংসে দেখুন। কারণ, বেশ কিছু ব্র্যান্ডের স্মার্টফোনে এই ফিচারটি ফোন অ্যাপ সেটিংসে পাওয়া যায়। এবার ওয়াইফাই কলিং অপশনে যে টগলটি দেখা যাচ্ছে তা অন করুন।

আইফোন ব্যবহারকারীরা কীভাবে ওয়াইফাই কল করবেন?
যদি আপনি আইফোন ব্যবহারকারী হয়ে থাকেন, তাহলে প্রথমে সেটিংস অ্যাপটি খুলুন এবং তারপর সেলুলার সেটিংসে যান। এবার আপনি যদি দুটি সিম ব্যবহার করেন, তাহলে সেলুলার সেটিংসে গিয়ে যে সিম থেকে ওয়াইফাই কলিং করতে চান সেটি সিলেক্ট করুন।এবার এখানে ওয়াইফাই কলিং-এ ট্যাপ করুন এবং ওয়াইফাই কলিং-এর সামনে যে টগলটি দেখা যাচ্ছে তা অন করুন।

Related Articles