T20 World Cup Final: ফাইনালে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, এই ম্যাচে বৃষ্টি হলে কী হবে?
T20 World Cup Final: India vs South Africa in the final, what happens if it rains in this match?

The Truth Of Bengal: টি-২০ বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আজ। ওয়েস্ট ইন্ডিজের ব্রিজটাউনের কেনসিংটন ওভালে আজ ফাইনালে মুখোমুখি ভারত বনাম দক্ষিণ আফ্রিকা। এই দুই দলের কাছেই এবারের টি-২০ বিশ্বকাপ ফাইনাল যথেষ্টই গুরুত্বপূর্ণ। ভারত চ্যাম্পিয়ন হলে দীর্ঘ ১১বছরের খরা কাটিয়ে আন্তর্জাতিক ট্রফি লাভ করবে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা এখনো পর্যন্ত একবারও বিশ্বকাপ জয় করতে পারেনি। এবার চ্যাম্পিয়ন হলে এক নতুন ইতিহাস রচনা করবে তারা।
ভারত এবং দক্ষিণ আফ্রিকা এই দুই দলের কাছেই এবারের টি-২০ বিশ্বকাপের ফাইনাল আলাদা তাৎপর্য বহন করছে। কিন্তু সেখানকার আবহাওয়ার পূর্বাভাস যা ইঙ্গিত করছে, যদি বৃষ্টি হয়, খেলা ভেস্তে যায় তাহলে কি হবে?
ক্রিকেট প্রেমীদের মনে এই প্রশ্ন জাগছে, যদি এই ম্যাচ বৃষ্টির কারণে পন্ড হয় তাহলে কী হবে? সবচেয়ে কম কত ওভার ম্যাচ গড়ালে খেলার ফলাফল হতে পারে? যদি মাঝ পথে খেলা বন্ধ হয়ে যায় তাহলে কী হবে? এই ম্যাচের জন্য আলাদা কোন রিজার্ভ ডে কী রাখা আছে?
* * * ফাইনালের দিনে আবহাওয়ার পূর্বাভাস:
তবে এবারের বিশ্বকাপে অনেকবারই ভিলেন হয়ে সামনে এসেছে বৃষ্টি। ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালেও বৃষ্টির মুখে পড়তে হয় ভারতকে। ফাইনালেও রয়েছে বৃষ্টির ভ্রুকুটি। সেখানকার আবহাওয়ার পূর্বাভাস জানান দিচ্ছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টিপাতের মাত্রা ৫১ শতাংশ হওয়ার সম্ভাবনা। ৪৬ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেখানকার আবহাওয়ার পূর্বাভাস বলছে সকাল এবং বিকেলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে যথাক্রমে ৪৪ শতাংশ এবং ৪৬ শতাংশ। যত বেলা গড়াবে আবহাওয়ার অবনতি ঘটবে। রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা ৭০ শতাংশ।
* * * বৃষ্টি হলে ম্যাচের ভবিষ্যৎ কী, রিজার্ভ ডে আছে কী:
যদি বৃষ্টি হয় তাহলে ম্যাচের ভবিষ্যৎ কী? শনিবার বৃষ্টির কারনে এই ম্যাচ ভেস্তে গেলে রবিবার ৩০ জুন রিজার্ভ ডেতে এই ম্যাচ হওয়ার কথা। আইসিসি ফাইনাল ম্যাচের জন্য একটি রিজার্ভ ডে রেখেছে। তবে যদি ম্যাচ শুরু হয় সেক্ষেত্রে আইসিসির নিয়ম অনুযায়ী ম্যাচ হবে। প্লেয়িং কন্ডিশন অনুযায়ী ম্যাচ শেষ করার চেষ্টা থাকবে। নূন্যতম সংখ্যক ওভার নির্ধারিত দিনে বোলিং করা না গেলে ম্যাচটি রিজার্ভ ডেতে গিয়ে শেষ হবে। দ্বিতীয় ব্যাট করতে নেমে সবচেয়ে কম ১০ ওভার খেলার সুযোগ পেলে তবেই দিনের দিন ম্যাচের ফলাফল হতে পারে। আর তা না হলে ম্যাচ গড়াবে রিজার্ভ ডেতে।
* * * সর্বাধিক অতিরিক্ত সময় সম্পর্কে কী বলছে আইসিসি:
আইসিসি ম্যাচ শেষ করার জন্য অতিরিক্ত ২৫০ মিনিট সময় বরাদ্দ করেছিল সেমিফাইনাল ম্যাচে। প্রথম সেমিফাইনালের জন্য নির্ধারিত ম্যাচের দিনে ৬০ মিনিট এবং রিজার্ভ দিনে ১৯০ মিনিট অতিরিক্ত ধার্য করা হয়।
দ্বিতীয় সেমিফাইনালে জন্য সর্বোচ্চ ২৫০ মিনিট বরাদ্দ করার করা হয়েছিল।
* * * ফাইনাল ম্যাচের জন্য অতিরিক্ত কী সময় ধার্য হয়েছে:
ফাইনালের জন্য নিয়ম একটু অন্যরকম। খেলার যাতে জয় পরাজয় হয় তার জন্য অতিরিক্ত ৩৮০ মিনিট সময় ধার্য করা আছে। অর্থাৎ ৬ ঘন্টা ২০ মিনিট অতিরিক্ত সময় ধরা হয়েছে। প্রতিদিনে সর্বাধিক ১৯০ মিনিট হিসেবে অতিরিক্ত সময় ধরা আছে। আইসিসির ১৩.৭.৩.৬ ধারা অনুযায়ী এই অতিরিক্ত সময় ধার্য হয়েছে।
* * * সর্বাধিক কত ওভার ব্যাট করতে হবে একটি দলকে:
আবহাওয়ার কারণে খেলা বিঘ্নিত হলে ফাইনাল ম্যাচে ন্যূনতম দশ ওভার ব্যাট করতে হবে একটি দলকে।
* * * যদি খেলার সম্পূর্ণ ভেস্তে যায় কী হবে:
যদি নির্ধারিত দিনে বা অতিরিক্ত দিনেও খেলা সম্ভব না হয় তাহলে জয় পরাজয় কী হবে তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন থেকে যায়। আইসিসির নিয়ম অনুযায়ী উভয় দলকেই যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।
* * * এর আগে যৌথ চ্যাম্পিয়ন হয়েছে:
২০২২ সালে কলম্বোতে অবিরাম বৃষ্টির কারণে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচ শেষ করা যায়নি। অতিরিক্ত দিনেও ম্যাচ হয়নি বৃষ্টির কারণে। ফাইনালে ওঠা দুই দল ভারত ও শ্রীলঙ্কাকে যৌথ বিজয়ী ঘোষণা করা হয়েছিল।